পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se অপু মঙ্গা উৎসাহে শুকনা লতা-কাটি স্কুড়াইয়া আনে। এই তাঁহাদের প্রথম বন-ভোজন। অপুর এখনও বিশ্বাস হুইতেছিল না যে, এখানে সত্যিকারের ভাত-তরকারী রান্না হুইবে, না খেলাঘরের বন-ভোজন, যা কতবার হইয়াছে, সে রকম হটবে।-ধূলার ভাত, খাপরার আলুভাজা, কঁাটাল পাতায় লুচি ? কিন্তু বন্ড সুন্দর বেলাটি টু-বড় সুন্দর স্থান বন-ভোজনের । চারিধারে বলঝোপ, ওদিকে DBuD uuBDB DDBBS BDBDDDDBD BDBDBYDBDB BELK KzD DB KS BD EBEB DDD দূৰ্বাঘাসের উপর খান পাখীরা নাচিয়া নাচিয়া দুটিয়া বেড়াইতেছে, নিজান ঝোপ-ঝাপের আড়ালে নিভৃত নিয়ালা স্থানটি। প্ৰথম বসন্তেব্য দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটুফুলের ঝাড় পোড়ো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে, বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াসায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ভালে 65थि अgह्य । দুৰ্গা আজকাল যেন এই গাছপালা, পথঘাট, এই অতি পরিচিত গ্রামের প্রতি অন্ধি-সন্ধিকে অত্যন্ত বেশী করিয়া আঁকড়াইয়া ধরিতেছে। আসল্প বিরহের কোন বিবাদে এই কত প্রিয় গাবতলার পথটি, ওই তাহাদের বাড়ীর পিছনের বঁাশবন, ছায়া-ভরা নদীয় ঘাটটি জাছন্ন থাকে। তাহার অপু-তাহার সোনার খোকা ভাইটি, ঘাঁহাকে এক বেলা না দেখিয়া সে থাকিতে পারে না, মন হু-ধ করে-তােহাঁকে ফেলিয়া সে কতদূর যাইবে! খার যদি সে না ফেরে- যদি নিতম পিসির মত হয় ? এই ভিটাতেই নিতম পিসি ছিল, বিবাঙ্গ হইয়া কতদিন আগে কোথায় চলিয়া গিয়াছে, আর বাপের ভিটাতে ফিরিয়া আসে নাই। অনেককাল আগের কথা-ছেলেবেলা হইতে গল্প শুনিয়া আসিতেছে! সকলে বলে বিবাহ হইয়াছিল মুর্শিদাবাদ জেলায়-সে কতদূরে ? কোথায় ? কেহ আর তাহার খোঁজ-খবর কয়ে না ; আছে কি নাই, কেহ জানে না। ব্যাপকে নিতম পিসি আৱ দেখে নাই, মাকে আর দেখে নাই, ভাই-বোনকেও না। সব একে একে মারিয়া গিয়াছে। মাগো, মানুষ কেমন করিয়া এমন নিষ্ঠুর হয়! কেন তাহার খোলা কেহ ষে করে নাই! কতদিন সে নির্জনে এই নিতম পিসির কথা ভাবিয়া চোখের জল ফেলিয়াছে। আজ যদি হঠাৎ সে ফিরিয়া আসে-এই ঘোর জঙ্গল-ভরা জনশূন্য বাপের ভিটা দেখিয়া কি ভাবে ? তাহারও যদি ঐ রকম হয় ? ঐ তাহার বাবাকে, মাকে, অপুকে ছাড়িয়া-আর কখনো দেখা হুইবে না-কখনো না-কখনো না--এই তাহদের বাড়ী, শাবতলা, ঘাটের পথ ? ভাবিলে গা শিহরিয়া ওঠে, দরকার নাই। কি জানি কেন আজকাল তাহার মনে হয় একটা কিছু তাহার জীবনে শীঘ্ৰ ঘটবে। এই বঁটা এমন কিছু জীবনে শীঘ্রই আলিতেছে যাহা আয় কখনো আসে নাই। দিন-মাতে, খেলা-ধূলায়, কাজ-কৰ্ম্মেৱ ইফাকে ফঁাকে একথা তাহার প্রায়ই মনে হয়-ঠিক সে বুঝিতে পায়ে না। তাহা কি, বা কেমন করিয়া সেটার আসিবার কথা মনে উঠে, তবুও মনে হয়, কেবলই মনে হয়, তাহা আসিতেছে- আসিতেছে---শীঘ্রই