পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাথেয় পাঁচালী S80 মুখটা চোঞ্জের মধ্যে দিতে পাৱে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে অ্যাকাণ্ড দিকি খুকী ? দুর্গা মাথার উড়ন্ত চুলের গোছা কানের পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরের দশ মিনিটেন্তু কথাৱ লে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকায়ের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায় ? কত সাহেব, মেম, ঘর বাড়ী, যুদ্ধ, সে সব কথা সে বলিতে পারে না। কি জিনিসই সে দেখিয়াছিল । অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে, দুৰ্গা কতবার খুজিয়াছে, ও খেলা আর কোনও দিন আসে। নাই । গল্প ভাল করিয়া শেষ হইতে না হইতে দুৰ্গা জরের ধমকে আর বসিতে পারে না, উঠিয়া ঘরের মধ্যে কথা মুড়ি দিয়া শোয়। আজকাল বাবা বাড়ী নাই, আপুকে আর খুজিয়া মেলা দায়। বই দপ্তরে ঘুর্ণ ধরিবার যোগাড় হুইয়াছে। সকাল বেলা সেই যে এক পুটুলি কড়ি লইয়া বাহির হয়, আর ফেৱে একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে-ছেলের না নিকুচি করেছে-তোমার লেখাপড়া একেবায়ে ছিকেীয় উঠলো ? এবার বাড়ী এলে সব কথা বলে দেবো, দেখো এখন তুমি অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে। বইগুলা খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেবে পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খায়ের-ভিজানো কালি চকু চকু করে--অপু মহাখুশির সহিত সেদিকে চাহিয়া থাকে-ভাবে-আর একটু খয়ের দেবো কাল থেকে-ও কী চকুচক কয়ছে দেখো একবার!--"পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালিক্স দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুখাইতে দিয়া কতটা আজি জলজল করে দেখিবার জন্য কৌতুহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়-আচ্ছা যদি আর একটু দি ? একদিন মায় কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোেজ নেই, কেবল V VST e te KF-GC di - ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নৈলে কালি হয় বুঝি?--আমি বুঝি এমনি sofã --না খয়ের নৈলে কালি হবে কেন ? এইসব রাজ্যির ছেলে আর লেখাপড়া কচ্চে না LBBBLLL BB BBB EBuL GBL BEBB YL G LEDS DLSSS অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্ৰায় অভয়াইয়া ফেলিয়াছে, মীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান, রাজপুত্র নীলাম্বর DC BBDDB BBDB DLDL DDDD DB BDOS BBD BDB EDS EEB BDBDDuD DBDBB নীতীরে দেখা যায়। মাটিকে সন্তু বলিয়া একটি জটিল চরিত্র স্বষ্টি হুইবার অল্প পরেই বিশেষ