পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SG বিভূতি-রচনাবলী সায়দিন কিছু খাওয়া হয় নাই-সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া খামাবিষয় গান করিয়াছিল-গোলার অধিকাৰী একটি টাকা প্ৰণামী দেয়-সেই টাকাটি হইতে কিছু পয়সা তাঞ্জাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার গলা দিয়া যেন নামে না-মাত্র দিনদিশেকের সম্বল রাখিয়া সে বাড়ী হইতে বাহির হইয়াছে। অন্য প্ৰায় দুই মাসের উপায় হুইয়া গেল-এ পৰ্য্যন্ত একটি পয়সা পঠাইতে পারে নাই-এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে । অপু বাড়ী হইতে আসিবার সময় বায় বারা ৰলিয়া দিয়াছে।--তাকায় জন্য একখানা পহ্মপুৱাণ কিনিয়া লইয়া যাইবাবি জঙ্গ। ছেলে বই পড়িতে বড় ভালবাসে-মাঝে মাঝে সে ধে বাপের বাক্স-দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিষা লইয়া পড়ে, তাহা হরিহর বুঝিতে পারে --বাক্সের ভিতর আনাড়ি হাতের ঠেলাগোছা করা থাকে-কোন বই বাবা বাজার কোথায় রাখে, ছেলে তাহা জানে না।--উল্টাপালটা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবাৱ অক্ষম চেষ্টা করেহরিহর বাড়ী ফিরিয়া বান্ধ খুলিলেই বুঝিতে পারে ছেলের কীৰ্ত্তি। তাহার বাড়ী হইতে আসিবার পূৰ্ব্বে হুরিহর যুগীপাড়া হইতে একখানা বটতলার পক্ষ পদ্মাপুৱাণ পড়িবার জন্তু লইয়া আসে-অপু বইখানা দখল করিষা বসিল-রোজ রোজ পড়ে-ফুচুনী পাড়ায় শিবুঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পডিয়া তাহার ভারী আমোদ-হরিহর বলেবইখানা স্থাও বাবা, যাদের বই তারা চাচ্চে ষে ! অবশেষে একখানা পদ্মাপুরাণ তাঁহাকে কিনিয়া দিতে হইবে-এই সৰ্ত্তে বাবাকে স্নাজী করাইয। তবে সে বই ফেরৎ দেয়। আসিবায় সময় বারবার বলিয়াছে—সেই বই একখানা এনে কিন্তু বাধা, এবার অবিখি অবিশিষ্ট । দুর্গার উচু নজয় নাই, সে বলিয়া দিয়াছে, একখানা সবুজ হাওয়াই কাপড় ও একপাত তাল দেখিয়া আলতা লাইয়া যাইবার জন্য। কিন্তু সে সব তো দূরের কথা, কি করিয়া বাড়ীতে সংসার চলিতেছে সেই না এখন সমস্ত ? সন্তার পর পুর্বপরিচিত কাঠের গোলটায় গিয়া সে রাজের মত আশ্ৰয় BDBDBSS BD BBB BBBSSSiDBDBDB uDuD BDBuDuDB D DDBD DD DLLD DD BDD এপিাশি-ওপাশ কৰিতে লাগিল । সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে লে লক্ষ্যহীন ভাবে পথের একস্থানে দাড়াইল। রাস্তার ওপারে একটা লাল ইটের লোহান্ত্র ফটিক-ওয়ালা বাড়ী । অনেকক্ষশ চাহিয়া তাহার কেমন মনে হুইল এই বাষ্ঠীতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটা উপায় হইবে। কলোয় পুতুলের মত সে কাটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্কেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টষ, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পা-পোষ পাতা। একজন প্রৌঢ় অস্ত্ৰলোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছেন-৪ অপরিচিত লোক দেখিযা কাগজ পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি ? কি দরকায় ? হরিহয় বিনীতভাবে বলিল-আজো আমি ব্ৰাহ্মণ-সংস্কৃত পড়া আছে, চণ্ডী পাঠােটা করি -छ हफ़्रों छॉयल कि औक्टांन्ite প্রৌঢ় অস্ত্ৰলোকটি গুগল করিয়া কথা না শুনিয়াই তঁহার সময় অত্যন্ত মূল্যবান, কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ জানাইয়া দিবায় ভাবে বলিলেন-না। এখানে গুণৰ কিছু