পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sobr विष्ट्रप्डि-ब्रष्नांबणी YBDBS BBBBBBBLB YDS BBBBS BBBB SBBD BB LB BBDDSS SDDDB কথাবাত্তায়, পোষাক পরিচ্ছদে, চালচলনে এই তাবটা অনবরত প্ৰকাশ পায় যে, ওঁহাৱা অবস্থাপন্ন ঘর। ছেলে মেয়ে সৰ্ব্বদা ফিটফাটু সাজিয়া আছে, কাপড় এতটুকু ময়লা হইতে পায় না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার স্কুল, একপ্রন্থ চা ও খাবায় না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না, সঙ্গে পশ্চিমা চাকর অাছে, সেই সব গৃহকৰ্ম্ম করে-মোটের উপর সব বিষয়েই সৰ্ব্বজয়ীদের দরিদ্র সংসারের চালচলন হষ্টতে উহাদের ব্যাপারের বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গেই বড় একটা মিশিঙে দেন না, অপুর সঙ্গেও নয়-পাছে, পাড়াগায়ের এই সব অশিক্ষিত, অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তঁহায় ছেলেমেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরীপের সময় নিজেদের বিষয়সম্পত্তিয় তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য ৷ ভুবন মুখুয্যেরা ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় দুখানা ঘর ইহাঙ্গের জন্য DtDD DBS tLLDDS YLDBEDBSEELtLLSg BBBDB KEDB BD S BDBD DBBDDDB BBD ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুয্যের পষস আছে, কিন্তু সৰ্ব্বজয়াকে তিনি একেবারে মানুষের মধ্যেই গণ্য করেন না । দোলের সময় নীলমণি রায়েয় বড় ছেলে সুৱেশ কলিকাতা হইতে আসিয়া প্ৰায় দিন দশেক বাড়ী রহিল। সুরেশ অপুত্বই বয়সী, ইংরাজী ইস্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফার্স নয়, উজ্জ্বল শুগামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলিয়া শৱীয় বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান । অপুর অপেক্ষা এক বৎসর মাত্র বয়স বেশী হইলেও আকৃতি ও গঠনে পনেরো বোল বৎসরের ছেলের মত দেখায় । সুরেশও এপাড়ার ছেলের সঙ্গে বড় একটা মেশে না । ওপাড়ায় গাঙ্গুলী বাড়ীর রামনাথ গাঙ্গুলীর ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলীবাড়ী রামনবমী দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষ্যে সেও মামার বাড়ী বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় লেইখানেই কাটায়, গায়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধ হয় विष्मा के नl । ঘে পোড়ো ভিটাটা জঙ্গলাবৃত হইয়া বাড়ীর পাশে পড়িয়া থাকিত সে জ্ঞান হইয়া অবধি দেখিতেছে, সেই ভিটার লোক ইহারা। সে হিসাবে ইহাদিগের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী প্ৰৱেশ কলিকাতায় পড়ে-ছুটিতে বাড়ী আসিলে অহার লহিত আলাপ করিবার জন্য অনেকদিন হহঁতে সে প্রতীক্ষায় ছিল। কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না, তা ছাড়া সুরেশের চালচলন ও কথাবাৰ্ত্তার ধরণ এমনি যে, সে যেন প্রতিপদেই দেখাইতে চায়, গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশী উচু। সমবাসী হইলেণ্ড মুখচোৱা অপু তাঁহাতে আরও ভয় পাইয়া কাছে ঘেবে না। অপু এখনও পৰ্য্যন্ত কোনো স্কুলে যায় নাই, সুরেশ তাহাকে লেখাপড়ায় কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়ীতে বাবার কাছে পড়ি। দোলোয় দিন গাঙ্গুলীদের পুকুম্বে