পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী Yyt যাওয়ায় পায় তাহার ৰে কি ঘটিল। তাছা সে জানিতে পাৱে নাই ।••• একদিন রাণী বলিল-তোর খাতাষ তুই কি লিখচিসারে ? অপু বিস্ময়ের স্বরে বলিল-কোন খাতায় ? তুমি কি ক’রে- --আমি তোদের বাড়ী সেদিন দুপুরে যাইনি বুঝি ? তুই ছিলিনে, খুড়ীমার সঙ্গে কতক্ষণ বলে কথা বোলাম । কেন, খুড়ীমা তোকে বলেনি ? তাই দেখলাম তোর বই-এর দপ্তয়ে তোৱে সেই রাঙা খাতাখানাযা কি সব লিখিচিল-আমার নাম রবেচে, আর দেবী সিংহ না f is অপু লাজায় লাল হইয়া বলিল-ও একটা গল্প । ASD LL DDS S BDD DDB ELBL BDL DDBS পরদিন রাণী একখানা ছোট বঁধানো খাতা অপুর হাতে দিয বলিল-এতে তুই আমাকে একটা গল্প লিখে দিল্স-একটা বেশ ভাল দেখে। দিবি তো ? অতসী বলছিল তুই ভাল লিখতে পারিস নাকি । লিখে দে, আমি অতসীকে দেখাবৈা ••• অপু রাত্রে বসিধা খাতা লেখে। মাকে বলে--আৱে একটা পলা তেল দাও না মা। এইটুকু লিখে রাখি। আজ - তাহার মা বলে-আজ রাত্তিরে আয় পড়ে না।--মোটে দু’পলা তেল আছে, কাল আবার রাধবো কি দিয়ে ? এইখানে রাখছি, এই আলোতে বসে পড়। --অপু ঝগড়া করে। মা বকে-এঃ, ছেলের রাত্তির হোলে যত লেখা-পড়াবা চাড়-সারাদিন চুলের টিকিট দেখবার যো নেই। সকালে করিলকি ? যা, তেল দেবো না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয্য খাতাখানা আনিয়া বসে। সৰ্বজয়া ভাবে-অপু আৰু একটু বড় হোলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেবো। এ তিটিতে নতুন পাকা বাড়ী উঠবে। আসচে বছর পৈতেটা দিযে নি, তারপর গাঙ্গুলী-বাড়ীর পুজোটা যদি ধাঁধা হয়ে যায়-- LS DuSBBBD EBL GG BB BBLBBB KBL BBB BB E LBELL L BDDB KLL খুলিতে খুলিতে বলিল-লিখেচিস ? অপু হালি-হালি মুখে বলিল-স্থাখো না খুলে ? রাণী দেখিয়া খুশির সুরে বলিল-ও, অনেক লিখেচিস যে রে । গোড়া, অতলীকে ভেকে druis | অতসী দেখিয়া বলিল-অপু লিখেছে না। আল্পও কিছু-ইস। এ সব বই দেখে লেখা। অপু প্ৰতিবাদের সুরে বলিল-ই, বই দেখে যাই কি ? আমি তো গল্প বানাই-পাটুকে জিজেল ক’রে দিকি অতসীমি ? ওকে বিকেলে গাঙের ধারে বলে বলে কত বানিযে ৰানিয়ে গল্প বলিলে বুঝি ? স্বাণী বলিল-না তাই, ও লিখেচে, আমি জানি। ও ওই রকম লেখে। খালা যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমায পড়ে শোনালে।•••পরে অপুকে বলিল-নাম লিখে দিলনি