পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*河畔5fü SS দিয়া তিক্তিয় উপর চড়িয়া বসিল । নদীজলের ঠাণ্ড আর্দ্র-গন্ধ উঠতেছে, কলমী-শাকের দামে জলপিপি বসিয়া আছে, চরের ধারে-ধারে চাষীরা পটোলক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আঁট খাধিতেছে, চালতেপোতার বঁাকে তীরবর্তী ঘন ঝোপে গাঙ শালিকের দল কলেৱৰ করিতেছে, পড়ন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেধাস্তৃপ। পটু বলিল-অপু-দা একটা গান কর না ? সেই গানটা সেদিনের ! অপু বলিল-সেটা না। বাবার কাছে স্বর শিখে নিয়েছি। একটা খুব ভাল গানের। সেইটো গাইবো, আর এক্ট, ওদিকে গিয়ে কিন্তু ভাই, এখানে ভাঙায় ওই সব লোক রয়েছে -তুই ভারি লাজুক অপু দা। কোথায় লোক রয়োচে কতদূরে, আর তোর গান গাইতে -ঘূৱ, ধৰু সেইটো! খানিকটা গিয়া অপু গান স্বরু করে। পটু বাঁশের চন্টার বৈঠাখানা তুলিয়া লইয়া নৌকার গলুইএ চুপ করিয়া বসিয়া একমনে শোনে, নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা। আপনি তাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা-ভাঙার বড় বঁাকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধৰিল। অপু এবার বাহিতেছে। নৌকা কম দূরে আসে নাই-লা-ভাঙায় বাকিটা নজরে পড়িতেছিল। এরই মধ্যে । হঠাৎ পটু ঈশানকোণের দিকে আঙুল দিয়া দেখাষ্টয়া বলিল-ও অপু-দা, কি রকম মেঘ উঠেচে দেখচিল? এখুনি ঝড় এলো ব’লে—নৌকা ফেরাবি ? অপু বলিল-হোকগে কাড়, ঝড়েই তো নৌকা বাইতে-গান গাইতে লাগে ভালো, চল আরও যাই । কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠেব দিক হুইতে উঠিয়া সায়া BBK uBD BBuSBDBD BDBB BY S GSSYSS SB OBBBDB LLBE আকাশের দিকে চাহিয়া রছিল। অনেক দূরে সেঁ। সে রব উঠিল, একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পার্থীর কলরব শোনা গেল, ঠাণ্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া আসিল, পাখাওয়ালা আকাদের বীজ মাঠের দিক হইতে অজস্র উডিয়া আসিতে লাগিল, দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া, দোলাইয়া, ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হুইয়া উঠিল, তীরের সঁইবাবলা ও বড় বড় ছাতিম গাছের ভালপালা ভাণ্ডিয়া পড়িবার উপক্রম হইল, শাদা বকের দল কালো আকাশের নীচে দীর্ঘ সারি বাধিয়া উড়িয়া পলাইল। অপুত্ৰ বুক ফুলিয়া উঠিল, উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে L LDLLLLL DtL rBL TBSB L DLDT g EBLBLB BE EBB EDB উড়াইয়া দিতেই বাতাস বাধিয়া সেখানা ফুলিয়া উঠিল! পটু বলিল-বড় মুখোড় বাতাস অপু দা, সামনে আর নৌকো যাবে না। কিন্তু যদি উল্টে যায় ? অগ্যিস সুনীলকে সঙ্গে ক’রে আনি নি! অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না-মনও ছিল না।