পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী See সেখানে কেহ সঁজ জালিবে না, প্ৰদীপ দেখাইবে না, রূপকথা বুলিবে না। অনঙ্গীন ভিটায় উঠান-ভরা কালমেঘের জঙ্গলে বিকি পোকা ডাকিবে, গভীর রাস্ত্ৰে পিছনের ঘন বনে জগড়মুর গাছে লক্ষ্মীপেঁচার রব শোনা যাইবে।---কেহ কোন দিন সেদিক মাড়াইবে না, গভীর জঙ্গলে চাপ-পড়া মায়ের সে লেবু গাছটার সন্ধান কেহ কোনোদিন জানিবে না, ওড়াকলমীর ফুল ফুটিয়া আপনা-আপনি বারিয়া পড়িবে, কুল নোনা মিথ্যাই পাকিবে, হলদেভূড়ানা তেড়ে পাখীটা কঁাদিয়া কঁদিয়া ফিরিবে । বনের ধারে সে অপূৰ্ব মায়াময় বৈকালগুলি মিছামিছিই নামিৰে চিরদিন। ওবেলা এক উঠান লোকের সম্মুখে বিনাবিচারে মারা খাইয়াও তাঙ্কার চোখ দিয়া এক ফোটা জল বাহির হয় নাই, কিন্তু এখন নির্জন ঘরের জানালাটাতে এক-একা ছাড়াইয়া হঠাৎ BB DD DBDD BDBS BBB LL BDDB DBBDB DDD DD LDDB BB BBDD ভাসাইয়া দিতেই চোখ মুছিতে হাত উঠাইয়া আকুল সুয়ে মনে মনে বলিল-আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয়-ভগবান-তুমি এই কোরো ঠিক যেন নিশ্চিন্দিপুর যাওয়া হয়-নৈলে বঁচবো না-পায়ে পড়ি তোমার পথের দেবতা প্ৰসন্ন হাসিয়া বলেন-মুৰ্থ বালক, পথ তো আমার শেষ হয় নি তোমাদের গ্রামের বঁাশের বনে, ঠ্যাঙড়ে বীকে রায়ের বটতলায় কি ধলচিতের খেয়াঘাটের সীমানায় { তোমাদের সোনাডাঙা মাঠ ছাড়িয়ে, ইছামতী পার হয়ে, পদ্মফুলে ভরা মধুখালি বিলের পাশ কাটিয়ে, বেত্ৰবতীর খেয়ায় পাড়ি দিয়ে, পথ আমার চলে গেল সামনে, সামনে, শুধুই সামনে •••দেশ ছেড়ে বিদেশের দিকে, সুৰ্য্যোদয় ছেড়ে সূৰ্য্যাস্তোৱ দিকে, জানায় গৰ্ত্তী এড়িয়ে অপরিচয়ের উদ্দেশে••• দিন-রাত্রি পার হয়ে, জন্ম-মন্ত্রণ পার হয়ে, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ পার হয়ে চলে DSDBLLB DBBB BBSKKS LTDLYSuuDD BBS uL LDDDDS E DDD BDBOgO ফুয়োয় না। --চলে •-চলে•••চলে-“এগিয়েই চলে••• অনিৰ্বাণ তার বীণা শোনে শুধু অনঙ্গ কাল আর অনন্তু আকাশ DB BDL BDB BDDDSDDBD DBBDB DBDBD BDDD DBDDD BBDD BD DBDD ঘরছাড়া ক’রে এনেছি! -- চল এগিয়ে যাই।