পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

st- S. ঘটে, রাম-রাবণের যুদ্ধ সেখানে এখনও চলেছে, সে দেশের সীমাহীন গহন বনের মধ্যে KzD DBDDDB u uK SsLLDB DiiiELB DBDLL BDDDS DDB BBBDD BDB BEii জিনিলোয় দেশ যেন সেন্টা । কিন্তু সে সব অনেক দিনকার কথা। বড় হয়ে উঠে লোকনাথ অত্যন্ত রুক্ষদর্শন ও কঠোর প্রকৃতির লোক হয়ে উঠলেন। তঁর নীরস শুল্ক পাণ্ডিত্যের সঙ্গে খাপ খাইয়ে চলাবার জন্যেই তীর আকৃতি দিন দিন লালিত্যহীন হয়ে উঠতে লাগল। যখন তঁর প্রকাণ্ড মাথাটার অসংঘত দীর্ঘ চুলের গোছা আর দীর্ঘ রুক্ষ দাড়ি বাতাসে উড়ত তখন সত্যই তাকে অত্যন্ত ভয়ানক বলে মনে হ’ত। তীক্ষ্ম ইম্পাতের মতন এক অম্বাচ্ছন্দ্যকর দীপ্ত নীল আভা তীর চোখে খেলতে দেখা যেত, কিন্তু এক এক সময় আবার সে দীপ্তি শান্ত হয়ে আসত, তাকে খুব সৌম্য, খুব সুদর্শন, খুব উদার ব’লে মনে হ’ত । বয়স বাড়বার সঙ্গে সঙ্গে লোকনাথের বাল্যের সে সুদূর-পিয়াসী মন ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে লাগল। ত্রিশ বৎসর বয়স পুর্ণ হবার পূর্বেই দৃশ্যমান জগৎটা একটা প্রশ্নের রূপ নিয়ে স্ট্রায় চোখের সামনে উপস্থিত হ’ল । জগতের সৃষ্টিকৰ্ত্তা কেউ আছে কিনা। এই আজগুবি প্রশ্ন নিয়ে লোকনাথ মহা দুশ্চিস্তাগ্ৰস্ত ও ব্যতিব্যস্ত অবস্থায় কালান্তিপাত করতে লাগলেন। তঁর জীবনের লক্ষ্যও ছিল আজগুবি ধরণেীয়। সাংসারিক সুখ-সুবিধা লাভের প্রচেষ্টাকে তিনি পূর্ব হ’তেই অবজ্ঞার চোখে দেখতেন, যশোলাভ বিষয়েও তিনি হয়ে উঠলেন সম্পূর্ণ উদাসীন। একবার মঠের আচাৰ্য্যেয় কাছে মগধ থেকে পত্র এল-মাঠের অতীশদের মধ্যে আচাৰ্য্য যাকে উপযুক্ত মনে করবেন, তঁকে হস্তীর পৃষ্ঠে ক’রে সসম্মানে রাজধানীতে নিয়ে আসা হবে। রাজসভার সুরিপাতিলক মহাচাৰ্য্য জীবনসুরির সম্প্রতি দেহান্তর ঘটেছে। আচাৰ্য্য একমাত্র লোকনাথকেই এ পদের উপযুক্ত ব’লে ভেবেছিলেন, কিন্তু লোকনাথ কিছুতেই মগধে যেতে রাজী না হওয়ায় তার এক সতীর্থ মগধে প্রেরিত হলেন। এর কিছুকাল পরেই লোকনাথ মঠ পরিত্যাগ করলেন এবং এক বৎসরের মধ্যেই পুণ্যভদ্রার নির্জন তীরভূমি আশ্ৰয় করলেন। সেই থেকে আজ ত্ৰিশ বৎসর তিনি এই নির্জন মাঠের মধ্যে এ কুটারখানিতে এক বাস করছেন। জৈন ধৰ্ম্মমণ্ডলীর পক্ষ থেকে প্রতি বৎসর নিৰ্দিষ্ট পরিমাণ তণ্ডুল ও দুখানা বহিৰ্ব্বাস তাকে দেওয়া হ’ত। মাঠের ধারের বুনো কাপাসের তুলা থেকে তিনি অঙ্গ পরিধেয় নিজের হাতে প্ৰস্তুত ক’রে নিতেন। প্রথম প্ৰথম দু’একজন ছান্ত্রিকে নিয়ে তিনি অধ্যাপনা কয়েছিলেন, কিন্তু তঁায় পাণ্ডিত্যের খ্যাতি ও উন্নীত চরিত্রের আকর্ষণে যখন শিক্ষার্থীয় ভিড় বাড়বার উপক্রম হ’ল, অধ্যাপনা তিনি তখন একেবারেই বস্তু ক’য়ে দিলেন। পুণ্যভদ্রার দুই তীরের নির্জন মােঠ তখন স্থানে স্থানে বনে ভয়া ছিল। অনেক স্থানে এই সব বনে উপর-পাহাড়ের শাল ও দেবদারু গাছের বীজের চারা, কোন স্থানে নানা HSBBB LS Dq gY YDL DLLL S LLL K BB BDBrB BBBLL