পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 विङ्गुलि-ब्रानांवौ ৱোদয়, উঠে কঁাতে লাগল, বললে, মামার কাছে যাবো-শুনলে না, তখুনি রোদুরে আপনাকে খুজতে বেঙ্কলে--- -সে কি য়ে! আমি কোথায় আছি তা সে জানবে কেমন ক’রে ? আয় তোরা বা ছেলে মানুষকে ছেড়ে দিলি কি বলে । বেশ লোক তো! আর এ মেয়ে নিয়েও হয়েছেমামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্নভাবে পুনরায় পাড়ার দিকে ফিরিল। পরিচিত স্থানগুলিতে খোজ শেষ হইল, কোথাও সে নাই, কোন পথ দিয়া কখন চলিয়া গিয়াছিল কাহারও চোখে পড়ে মাই, কেবল মতি মুখুয্যের ছেলে বলিল, অনেকক্ষণ আগে একটি অপরিচিত ছোট খুকীকে চড়চড়ে রৌদ্রে টলিতে টলিতে ভোম্বলদের বাড়ীর উঠানের আগল পায় হুইয়া আসিতে দেখিয়াছিল বটে, খুকীকে সে চেনে না, ভাবিয়াছিল ভোম্বলদেয় বাষ্ঠীতে কোন কুটুম্ব হয়ত আসিয়া থাকিবে, তাহদের মেয়ে । অবশেষে তাহাকে পাওয়া গেল গ্রামের বাহিরের পথে। মামাকে খুজিতে বাহির হইয়া পখী হায়াইয়া ঘুরিতে ঘুরিতে নিরুপায় অবস্থায় পথের উপর বসিয়া কঁদিতেছিল, বৃদ্ধ হারাণ সরকার দেখিতে পাইয়া লইয়া আসেন। জিজ্ঞাসা করিয়া জানা গেল, সে সারাদিন কিছুই খায় নাই-খাইবার মধ্যে দুপুরবেলা ভোম্বলদের বাড়ীর কোন ছেলে এক টুকুর আমসত্ত্ব হাতে দিয়াছিল, জ্বরের ঘোরে সেটুকু শুধু চুবিয়াছে শুইয়া শুইয়া। তাহার মামাকে সকলে বকিতে লাগিল। সরকার মশায় বলিলেন --তোমারও বাপু আকেলটা কি-ছোট মেয়েটাকে নিয়ে দুপুর রোদে এক কোশ হাটিয়ে আনলে, পথে এল তার জয়, দেখলেও না, শুনলেও না, ওদের চণ্ডীমণ্ডপে কুং ক’রে ফেলে রেখে তুমি বেরূলে আড্ডা দিতে—না একটু দুধ, না কিছু-ছিঃ - তাহার মামা খমপ্ৰতিভ হইয়া বলিল -তা আমি কি আনতে গেছলাম, আমি বেরুবার সময় ছাড়ে না কোন রকমেই--তোমার সঙ্গে যাব মামা, তোমার সঙ্গে যাব মামা-অ্যামি कि कब्रद ? --বেশ, খুব আদর করেছ ভাগীকে-এখন চল আমার বাড়ী, ওকে একটু দুধ খাইয়ে দি, কচি মেয়েটাকে সারাদিন--ছিঃ- খুকীর মামা একটু দৃমিয়া গিয়াছিল, বাড়ী ফিরিবার সময় খুকীকে বলিল-কিন্তু বাড়ী গিয়ে কিছু বোল না যেন খুকু ! মার কাছে যেন বোল না ষে জর হয়েছিল, কি হারিয়ে গিয়েছিলে, কেমন তো ? লক্ষ্মী মেয়ে, বললে আমি কলকাতা যাবে পরশু, সঙ্গে ক’রে নিয়ে ViK aa• -वांत्रि कलकॉउ भ्रांस भांम!’’ —যদি আজ কিছু না বলে, পর্যন্ত ঠিক নিয়ে যাৰ বলবি নে তো ? কিন্তু বাড়ী পৌঁছিয়া খুকী বুদ্ধির দোষে সব গোলমাল করিয়া ফেলিল। তাহার শুষ্ক মুখ ও চেহারায় তাহার মা ঠাওরাইয়া লইল একটা কিছু যেন ঘটিয়াছে। জিজ্ঞাসা করিল--কি খেলি য়ে খুকী সেখানে ?