পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ved বিভূতি-রচনাবলী বাহির হইয়াই রাস্তা। খুকীর একটা অস্পষ্ট ধারণা আছে যে, এই রাস্তাটা পার হইলেই তাহার মামার কাছে পৌছানো যাইবে, এই পথের যেখানটাতে শেষ, সেখান হইতেই পরিচিত গাওঁীয় আয়াস্ত । ঘুরিতে ঘুরিতে সে পথ হাৱাইয়া ফেলিল, গলি পার হইয়া আর একটা বড় গলি, তাহার পর একটা লোহার বেড়া-ঘেরা মাঠ মত, সেটার পাশ কাটাইয়া আর একটা গলি। ক্রমে খুকীয় সব গোলমাল হইয়া গেল, এ, পৰ্য্যন্ত সে একবারও পিছনের দিকে চাহে নাই, একবার পিছনের দিকে চাহিয়া তাহার মনে হইল সে দিকটাও সে চেনে না। -- সামনের পিছনের দুই জগাই তাহার সম্পূর্ণ অপরিচিত, কোথাও একটা এমন জিনিস নাই যাহা সে পূৰ্ব্বে কখনো দেখিয়াছে। ••• সে ভয় পাইয়া কঁাদিতে লাগিল। ঠিক দুপুর বেলা, পথে লোকজনও কম, বিশেষতঃ এই সব গলির মধ্যে। আরও খানিকদূর গিয়া একটা লাল রঙের বাড়ীর সামনে ঈশ্লড়াইয়া কঁদিতেছে, তাহদের বাড়ীর মতি-বিয়ের মত দেখিতে একজন স্ত্রীলোক তাহাকে জিজ্ঞাসা করিল--কি হয়েছে খুকী, কঁাদিছ কেন ?- তোমাদের কোন বাড়ীটা, এইটো? খুকী কঁাদিতে কঁাদিতে বলিল-আমি মামার কাছে যাব • -6डiयirक्श्न पद्म cकभी cओं ? খুকী আঙুল তুলিয়া একটা দিক দেখাইয়া বলিল-ওই দিকে। --তোমার বাপের নাম কি ? বাপের নাম-কই তাহা তো সে জানে না ! বাপের নাম 'বাবা'-তো ছাড়া আবার কি ? সে চোখ তুলিয়া ঝিয়ের মুখের দিকে চাহিল। স্ত্রীলোকটি একবার গলির দুই দিকে চাহিয়া দেখিল, পরে বলিল-আচ্ছা এস, এস খুকী, আমার সঙ্গে এল, আমি তোমার মামার কাছে নিয়ে ঘাচ্ছি, এস-•• এ-গলি, ও-গলি ঘুরিতে ঘুরিতে অবশেষে একটা ছোট খোলার বাড়ী। কি কাহাকে ডাকিয়া কি একটা কথা নীচুম্বরে বলিল, তারপর দুইজনেই খানিকক্ষণ কি বলাবলি করিল, নবাগত স্ত্রীলোকটি হাত দিয়া কি একটা দেখাইল, খুকী সে সব বুঝিতে পারিল না। পরে তাহারা খুকীকে একটা অন্ধকার ঘরের মধ্যে লইয়া গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্ৰকাণ্ড মাটির জালা ও তাহার চারিপাশে একরাশ অন্ধকার। খুকীর কেমন ভয় ভয় করিতে লাগিল —বক্ষিবুড়ীর যে জালাতে ছোট ছোট ছেলেমেয়েদের সুকাইয়া পুরিয়া রাথিবীর গল্প শুনিয়াছে, যেন সেই ধরণের জালা। সে কঁদো কঁদো সুয়ে বলিল-আমার মামা কোথায় ? নবাগতা শ্ৰীলোকটি বলিল-কেউ দেখেনি তো আনবার সময়ে ? অামায় বাপু ভয় করে। এই সেদিন সৈন্নভীর বাড়ীতে পুলিশ এসে কি তথি, আমি থালা ফেরৎ দিতে গেছ vii. gB Du DuDSDDBD DBD ruB G BB BBD DtB DBB iDD DBBYS