পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Gම්3 विडूख्रि-ब्रष्नांवनौ ক্ষীরের পুৱা মা হলে কি আর পাটীসাপটি হয় ? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে । অন্নপূর্ণ বেগুনের ধোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সন্ধুত্বর খুজিতে লাগিলেন। ক্ষেত্তি বলিল-খেদির ওই সুৰ কথা! খেদির মা তো ভারি পিঠে করে কিনা ? ক্ষীরের পুর দিয়ে বিষয়ে ভগজলেই কি আর পিঠে হ’ল ? সেদিন জামাই এলে ওদের বাড়ী দেখতে গেলুম কি না,তাই খুড়ীমা দু’খানা পাটিসাপটো খেতে দিলে, ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ, আয় মা’র পিঠোতে কখনো কোন গন্ধ পাওয়া যায় ? পাটিলাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া ক্ষেঞ্চি মা’র চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল-মা, নারকেল-কোয়া একটু নেবো ? অন্নপূর্ণ বলিলেন-নে, কিন্তু এখানে বসে খাসনে। মুখ থেকে পড়বে না কি হবে, 한 후 11 ক্ষেন্তি নারকেলের মালায় এক থাবা কোরা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া থাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণস্বরূপ হয়, তবে ক্ষেস্তির মুখ দেখিয়া সন্দেহের কোন কারণ থাকিতে পারিত না যে, সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণ বলিলেন-ওয়ে, তোরা সব এক এক টুকবো পাতা পেতে বোস তো দেখি! গরম গরম দিই। ক্ষেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয় । ক্ষেস্থির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনঃপূত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুষ্টি বলিলা-মা, বড়দি পিঠেই থাক। ভালবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব ৷ খানকয়েক খাইবার পরেই ছোট মেয়ে রাধা আয় খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না। সকলোয় খাওয়া শেষ হইয়া গেলেও ক্ষেন্তি তখনও খাইতেছে! সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না । অন্নপূর্ণ দেখিলেন, সে কম কবিয়াও আঠারো উনিশখন খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন-ক্ষেন্তি আয় নিবি ? -ক্ষেস্তি খাইতে খাইতে শান্ত ভাবে সম্মতিসূচক ঘাড়া নাড়িল। অন্নপূর্ণ তাহাকে আরও খানকয়েক দিলেন। ক্ষেস্থির মুখ চোখ ঈষৎ উজ্জল দেখাইল, হাসি-ভরা চোখে মা’র দিকে চাহিয়া বলিল-বেশ খেতে হয়েছে, মা ; ঐ বে। তুর্ষি কেমন ফেনিয়ে নেও, ওতেই কিন্তু “সে পুনরায় খাইতে ब्रांज । অন্নপূর্ণ হাতা, খুন্তি, চুলী তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রছিলেন। মনে মনে ভাবিলেন-ক্ষেস্তি আমার BLB EEL EBDS YBS LBBBD DBE LLLL S S MBBD TDDDS DDSDBBB BBDS ELLS গাল দাও, টু শব্দটি মুখে নেই উচু কথা কখনো কেউ শোনেনি -