পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মৃতির রেখা Ebr আমি বেশ মনে ভাবছি-পুরোনো সে যুগের এক তরুণ সেনানায়ক মগধের দূর প্রাস্তু থেকে যুদ্ধ জয় করে ফিরে এসেছিল, তার বাড়ী ফিরে আসা, তার বিরহী মনটার তৃষ্ণআবার মা, বাপ, ভাই, বোন ও নববধূর সঙ্গে মিশবার যে আকাঙ্ক্ষা- হাজার হাজার বছর পয়ে যেন আমার মনে এসে বাঞ্জিছে। ছায়ার মত, স্বপ্নের মত, তারা কোথায় মিলিয়ে গিয়েছে কতকাল আগে ! পাহাড়ে পাহাড়ে জংলীবাশের বনে শেষ মধ্যাঙ্কের স্নান রোদের মধ্যে, বুনো পাখীর কাকলীর তানে, কতকাল আগেকার মিলিয়ে যাওয়া আশা, দুঃখ, সুখ, হৰ্ষ, প্রেম ও মেহের তান করুণ হয়ে ওঠে ! এই দুই পাহাড়ের মধ্যবৰ্ত্তী স্থানে ঘন জঙ্গলে বসে আছি ময়না-কঁটা, বুনো বঁাশ, সোয়াফুল, কত কি বুনো গাছপালা। কি নির্জন স্থান- এই পৰ্ব্বত-বেষ্টিত স্থানে বোধ হয়। প্ৰাচীন রাজগৃহ ছিল। আমাদের দেশের অধিকাংশ লোকের ভাব ও চিন্তাদৈন্তু দেখলে মনে বড় কষ্ট হয়। এত নিকটে এমন স্থান আছে—প্ৰাচীন বেবিলনের মত গৌরবশালী ধ্বংসস্তৃপ যার-তার কেউ একটা ভালরকম সন্ধানও দিতে পারলে না ব্যক্তিয়ারপুর থেকে! অনেক কাল পরে একজন বন্ধুর সঙ্গে দেখা হোল। College days-এ তার মধ্যে gifts fTA í fT interests FG limited Rc3 fit:1.2 | Vefs *sts ***it sity অর্থার্জন ও তুচ্ছ ষশাকাঙ্ক্ষায় তার সব মন, বুদ্ধি, শক্তি ব্যয়িত হয়েছে। পঁচিশ বছর পূৰ্ব্বেসে দীপ্তমুখ বালককে এই অকাল-বৃদ্ধ অপ্ৰসন্ন মুখ নিস্তেজ প্রৌঢ় ভদ্রলোকের মধ্যে খুজে পেলাম না। মনে বড় কষ্ট হোল। এই রকম করেই জগতে অনেক লোকের জীবন ছাই চাপা পড়ে যায়। } প্রথম কারণ-কল্পনার অভাব, দ্বিতীয়-তারা দিক্‌চক্রবালের দূরসীমার প্রাস্তের সবুজ বনরেখার সন্ধান পায় না, মাথার ওপরকার ছাদের কড়িবায়গায় তাদের অন্যস্ত আকাশের ছায়াপথকে আড়াল করে রেখেছে। জীবনে বড় আনন্দকে ধানে আগে পেতে হয় এবং ধ্যান ভিন্ন তার সন্ধানই মেলে না ৷ হৈ-হাই বাজারের মেছোহাটার কলরবে ধ্যানকে কখনো আসনপিাড়ি হয়ে বসতে সুযোগ দেয়নি। এরা। সে বেচাল্পী সুযোগ খুঁজে খুঁজে হয়রান হয়ে তারপর কম্বল গুটিয়ে অসাফল্যের পথ চেয়ে অন্তস্থিত হয়েছে। তারপয়েই আসছে সাহেবকে প্ৰসন্ন করে মাইনে বাড়াবার চেষ্টা। কোন ফন্দিতে বেশী ব্রিফ যোগাড় করতে পারা যাবে। সেই ডাবনা। - এর ওপর মেয়ের বিয়ে তো অবিশ্যি আছেই। কেউ এসব নিয়ে মাথা ঘামায় না। কে খবর রাখে। মগধ । আর কে থবয় রাখে। এই ভূমি পবিত্র হয়েছিল সে প্রাচীনকালে ভগবান বুদ্ধদেবের পুত চরণরেণু স্পর্শে? তারা শুধু তাড়াতাড়ি ব্ৰহ্মকুণ্ডে একটা ডুব দিয়ে বিষ্ণুমূত্তির পায়ে একটি ফুল ফেলে দিয়ে আহার ধোগাড় করবার জন্য ছোটে। এই বিশাল পাহাড়শ্রেণী, এই নির্জন স্নিগ্ধ বনভূমি, এই ভূগর্ভস্থ প্রাচীন দিনেয় সব চেয়ে বড় সাম্রাজ্যের রাজধানী তাদেৱ মনে খোৱাক যোগাতে পারে-তারা তায় উপযুক্ত নয়। e arvoor, fyrff