পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰন্থ-পরিচয় “পথের পাঁচালী’ “পথের পাঁচালী’ বিভূতিভূষণ রচিত প্ৰথম উপন্যাস। এই উপন্যাসের গ্ৰন্থকীৰ্ত্তারূপেই বিভূতিভূষণ সাহিত্য-জগতে প্ৰবিষ্ট হন। তৎপূর্বে ‘মেঘমালারি’ গল্প-গ্রন্থের কয়েকটি গল্প তৎকালীন বিখ্যাত সাময়িক-পত্ৰ “প্রবাসী’ ও ‘বিচিত্ৰা’য় প্ৰকাশিত হইয়াছিল। ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণের প্রথম প্ৰকাশিত গ্ৰন্থও বটে, প্ৰথম উপন্যাসও বটে। “পথের পাঁচালী” পুস্তক আকারে প্রকাশের পূৰ্ব্বে ধায়াবাহিক রচনা হিসাবে নিয়মিত মাসিক কিস্তিতে ‘বিচিত্রা’র দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা হইতে প্ৰকাশিত হইতে শুরু হয় (আষাঢ়-১৩৩৫)। “পথের পাঁচালী’র ‘বিচিত্ৰা’য় ধারাবাহিক রচনা হিসাবে প্ৰকাশকাল ৪ আষাঢ় ১৩৩৫---- আশ্বিন ১৩৩৬ । (ইং ১৯২৯) । পৃ. ৪২৭, কাপড়ে বাধাই ৷ প্ৰকাশক রঞ্জন প্রকাশালয়, ২০৬ নং কর্ণওয়ালিস YzSS TB DDS DDBtL ut DBSDDBzSS SLBLBDSSS LSSSBDDBS LLLY কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । “পথের পাঁচালী” পুস্তক আকারে প্রকাশের পূর্কে রঞ্জন প্রকাশালয়ের তরফে ১৩৪৬ সালের কাৰ্ত্তিক সংখ্যা ‘বিচিত্ৰা” মাসিকপত্রের সুচীপত্রের চতুর্থ পৃষ্ঠার নীচে গ্ৰন্থটির নিম্নলিখিত विसृj*म द्भि ----- পথের পাচালী শ্ৰীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যার প্রণীত বাঙ্গালা ভাষায় সম্পূর্ণ নূতন ধরণের উপন্যাস। প্ৰকৃতির স্বাধীন আবহাওয়া একটি শিশু চিত্তকে কি ভাবে ধীরে ধীয়ে সংসায়-সংগ্রামের উপযোগী করিয়া তুলিতেছে তাহারই বিচিত্র ইতিহাস অপরূপ ভঙ্গিতে বলা হইয়াছে। শিশু-মনের দুজেয় রহস্য ইতিপূৰ্বে আর কেহ এদেশে এরূপ ভাবে উদঘাটিত করেন নাই ; অন্য দেশেও কেহ করিয়াছেন। কিনা আমাদের জানা নাই। উপন্যাসখানি ‘বিচিত্ৰা’য় ধারাবাহিক ভাবে প্ৰকাশিত হইতেছে। ইতিমধ্যেই সাহিত্য-রাসিক মহলে ইহার সম্বন্ধে বিস্তর আলোচনা হইয়াছে। আশ্বিনের মাঙ্গামাঝি বাহির হইবে। মূল্য তিন টাকা রঞ্জন প্ৰকাশালয় ২০০৬নং কর্ণওয়ালিস স্ট্রীট, [ ক্লাম নং ১৬১ শ্ৰীমণি মার্কেট, দ্বিতল ] প্ৰাপ্তিস্থান : ডি, এম, লাইব্রেরী, ৬১নং কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা ।