পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী পরে সে টুকটুকে মুখটি মায়ের মুখের অত্যন্ত নিকটে লইয়া গিয়া ই কয়ে। তাঁহায় মা ভাল কম্বিয়া দেখিয়া পুত্রের ননীর মত গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলেকৰূখনো খেও না যেন খোকা!!--তোমার শীর সেৱে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে। ইডিতে তুলে রেখে দেবো।--তাই বোশেক জষ্টি মাসে খেও, লুকিয়ে লুকিয়ে ককৃখনো আর খেও a-ovxactsif হরিহর বলিল-কুঠি কুঠি বলছিলে, ঐ স্থাখো খোকা সাহেবদের কুঠি-দেখেচো ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা যেখানে প্ৰাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্ৰ জন্তুর কঙ্কালের মত পণ্ডিয়া ছিল, গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাষ্ট্র তাহার উপর অল্পে অল্পে তাহার ধুসর উত্তরােচ্ছদবিশিষ্ট আস্তরণ বিস্তাৱ করিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও zKBBD DDDBD BB DDLSS DBDB BBL DDDB BB DBBD D ছাড়া অন্য কোনও চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাড়াইয়া নাই। নিকটে গেলে অনেক Fog Tso sog TARF Avises sjæ Ply– Here lies Edwin Lermor The only son of John & Mrs. Lermor, Born May 13, 1853, Died April 27, 1860. অন্য অল্প গাছপালার মধ্যে একটি বস্তু সেঁন্দাল গাছ তাহার উপর শাখাপত্রে ছায়াবিস্তাৱ করিয়া বাড়িয়া উঠিয়াছে, চৈত্র বৈশাখ মাসে আড়াই-পাকীর মোহানা হইতে প্রবহমাণ জোর হাওয়ার তাঁহার পীত পুষ্পস্তবক সারা দিনরাত ধরিয়া বিশ্বত বিদেশী শিশুর অঙ্গ-সমাধির উপর রাশি রাশি পুষ্প করাইয়া দেয়। সকলে ফুলিযা গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনও cऊांत्र नरे । বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার ছয বৎসরের জীবনে এই প্ৰথম সে বাড়ী হইতে এতদূরে আসিয়াছে। এতদিন নেডাঁদের বাড়ী, নিজেদের বাড়ীর সামনেট, বড়জোর স্নানুদিদিদের বাড়ী, ইহাই ছিল তাহার জগতের সীমা । কেবল এক দিন তাহদের পান্ডার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায় দেখিতে পাওয়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত-আঙল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি ? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাঙ্কার প্রথম সেখানে আসা ! ঐ মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য ? শুiাম-লঙ্কার দেশে, বেঙ্গামাবেঙ্গনীয় গাছের নীচে, নিৰ্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত ফাটায় ? ও-ধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমাটাই এই । ইহার পর হইতেই খমালভবেন্ন দেশ, অজানার দেশ সুরু হইয়াছে। বাড়ী ফিরিবার পথে সে পখেৱ ধারের একটা নীচু কোপ হইতে একটা উজ্জল রংএর