পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল ولسماوي —ও, হাজারি ! কি মনে করে, এসো এসো। বাইরে দাড়িয়ে কেন, ঘরের মধ্যে এলো । মাস-দুই তোমায় দেখিনি । তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে, আমার বড় মেয়ে আতগীর সঙ্গে তার বেশ ভাব । হরিচরণবাবুর বয়স পঞ্চাল্প-ছাপ্পাল্প হইবে, গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ— গলার স্বর গম্ভীর। তিনি খুব শোঁখীন লোক ছিলেন। এখনও এই বয়সেও এবং ছেলে মাৱা যাওয়া সত্ত্বেও বেশ শোঁধীনতা ও স্বরুচির পরিচয় আছে তার আটপৌরে পোশাকেও। হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে । কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাও বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদ-মস্তক দেখিয়াই তাহার সাহসটুকু সব উবিয়া গেল। হরিচরণবাবুর নির্দেশ মত সে একখানা চেয়ারে বসিল । হরিচরণবাবু বলিলেন—চা থাবে হাজারি ? হাজারি আমতা আমতা করিয়া বলিল—আঞ্জে, চা আমি—থাকৃগে, সে কেন আবার কষ্ট— হরিচরণবাবু বলিলেন—বিলক্ষণ ! কষ্ট কিসের ? আমি তো চা খাবোই এখন, দাড়াও আনতে বলি— এই সময় টেপি বৈঠকখানার ষে দোর অন্তঃপুরের দিকে, সেখানে আসিয়া দাড়াইল । হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজ ভাবেই বলিল—বাবা দাড়াও, অতসী-দি কলের গান বাজাচে–আমি বলেচি আমার বাবা তোমাদের কলের গান শুনতে uማርቫር5— হরিচরণবাবু বলিয়া উঠিলেন—কলের গান শুনতে এসেচ হাজারি । তা আমাকে বলতে হয় এতক্ষণ । শুনতে আসবে এর আর কথা কি ? তোমরা ছ-পাঁচজন আস-ধাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোকশূন্ত হয়ে পড়েচে । ওরে খুকি, তোর বাবার জন্যে আর আমার জন্তে ছ' পেয়ালা চা আনতে বলে দে তোর অতসী-দিদিকে । হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল। হতভাগা মেয়েটা সব দিল মাটি করিয়া । কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুধ্যে বাড়ীতে ? অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায় ? নাম, যত ছেলেমাস্থ্য নিয়া হইয়াছে কারবার ! হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় ছ' পেয়ালা চা-হাতে ঘরে ঢুকিল। প্রথমে হাজারির সামনে টেবিলে একটি পেয়াল' নামাইয়। অন্ত পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতপর বয়স আঠারো-উনিশ, বেশ ধপধপে ফর্সা, স্বন্দর মুখশ্ৰী-ডাগর ডাগর চোখ—এক কথায় অতসী স্বন্দরী মেয়ে। পরিষ্কার-পরিচ্ছন্ন অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েক গাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারেরও কোন বাহুল্য নাই। হরিচরণবাবু বলিলেন—তোমার হাজারি কাকা—প্ৰণাম কর অতসী। অতলী জাগাইয়া আসিয়া হাজারির সামনে নীচু হইয় প্রণাম করিয়৷ পায়ের ধূলা পাইল । كاسمه .fa . a