পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8° বিভূতি-রচনাবলী একটা নেমস্তর ছিল খেয়ে শরীর খারাপ আছে । আমার ভাতটা না হয় ভট্চাজ, মশাই খেয়ে যান—কিন্তু কথাটা বলিলে কৰ্ত্তামশায়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্ম তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না। ষতৗশ ভট্চাজ শেষ পর্য্যস্ত না খাইয়া চলিয়া গেল । হাজারি ভাবিল—আহা, পুরোনো খদের—ওকে এক থাল ভাত দিলে কি ক্ষেতি হোত হোটেলের—আমি যদি কখনো হোটেল করি, খেতে এলে কাউকে ফেরাবো না—এতে আমার হোটেল উঠে যায় আর থাকে । একে তো ভাত বেচে পয়সা—তার ওপর থিদের সময় লোককে ফেরাবো ? ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্ধারগণ আসিয়া পড়িয়াছে। খাইবার ঘরে বেশ ভিড় । মতি চাকর আজ দশ-বারোটি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্ম আসিয়া বলিল—দশ থালা ভাত বাড়ো—দু’খালা নিরিমিস্তি। আলুর ডালনা দিও। আধঘণ্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্ধার বিদায় হইলে, অপ্রত্যাশিত ভাবে বনগায়ের ট্রেনের সময় কতকগুলি লোক থাইতে আসিল । বেলা দেড়ট, এ সময় নূতন লোক প্রায়ই আসে না, পদ্ম ঝি যখন হাকিল, পাচ থালা ভাত ঠাকুর—হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল—ডাল একেবারেই নেই—দু’জনের মত হবে কি না— পদ্ম কি ডেকচির কাছে আসিয়া নীচু হইয়া দেখিয়া চাপ কণ্ঠে বলিল—ওম, এ তো একেবারেই নেই বল্পে হয় ! এখন খদের খাওয়াবো কি দিয়ে ? তোমার দোষ, ধখন ডাল কমে আসচে, এখনও দু’খানা টেরেন বাকি, তখন একটু ফেন মিশিয়ে সাৎলে নিলে না কেন ? কতবার তোমায় ব’লে দেওয়া হয়েছে ! ফেন আছে ? হাজারি বলিল—আছে । —আছে তো দু’বাটি দ্যাও ডালে ফেলে—দিয়ে একটু মুন দিয়ে গরম ক’রে নাও । ই করে দাড়িয়ে দেখচো কি ? হাজারি এ ধরনের কাজ কখনো করে নাই । করিতে তাহার বাধে। সে সত্যই ভাল রাধুনী। ইচ্ছা করিয়া হাতের ভাল রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খরিদার ঠকাইতে তাহার মন সরে না। কিন্তু পদ্ম ঝির হুকুম না মানিয়া উপায় কি ? বাধ্য হইয়া ডালে ফেন মিশাইয়া খরিদ্ধার বিদায় করিতে হুইল । ছুটি পাইল সেদিন প্রায় বেলা আড়াইটায়। একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চুৰ্ণানদীর তীরে তাহার অভ্যাসমত বেড়াইতে চলিল। আজ ক'দিন নদীর ধারে যায় নাই--আর সেই পরিচিত নির্জন নিমগাছটার তলায় বসিয়া গাছের গুড়ি ঠেস দিয়া ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর ভাইৰান্ধ রাস্তায় দিকে চাহিয়া থাকে নাই। বেশ লাগে জায়গাট । আর ওখানে গিয়া বসিলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কৰা जान्, चछ cकोषांe cज्रबन्न दम्न ना ।