পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ বিভূতি-রচনাবলী বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রাণাঘাট হইতে চলিয়া যাইতেছে—কি জানি কেন, এ ব্যাপারটার জন্ত হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল । ৰতীশ ভট্চাজ, বলিল—আমি তোমাদের হোটেলে আর যাবে না কিন্তু হাজারি । আচ্ছা ভূমি যখন ছাড়চো না তখন বরং একটু জল-টল খাওয়াও । - —হোটেলে নিয়েই বা ধাবো কেন ? আম্বন না জল-টল নয়, ভাত খাওয়াবো রোধে । বতীশ ভট্চাজ, ব্যস্ত হইয়া বলিল, না না, ফুলে-নব লা যেতে পারবো না আজ তাহলে। আজ সেখানে পৌঁছুতেই হবে। নিকটেই কুস্কমের বাড়ী, একবার হাজারি ভবিল ভট্চাজ কে সেখানে লইয়া ধাইবে কি না । শেষে ভাবিয়া-চিন্তিয়া তাহাই করিল। ভদ্রলোককে নতুবা কোথায় বসাইয়া সে খাওয়ায় ? কুন্থমের বাড়ীর দোরে কড়া নাড়িতেই কুষম আসিয়া দোর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসিমুখে কি বলিতে যাইতেছিল, হঠাৎ যতীশ ভট্টচাজের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নীচুম্বরে বলিল-বাবাঠাকুর কি মনে করে ? উনি কে সঙ্গে ? —ওঁর জন্যেই আসা। উনি বামুন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি। আমার চেনাগুন-আমাদের হোটেলের পুরোনো খন্দের। পয়সা ছিল না ব'লে খেতে দেয়নি কামশাই। উনি না খেয়ে শাস্তিপুর চলে যাচ্ছিলেন, আমার সঙ্গে দেখা—ধরে আনলুম। ওঁকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না। বাইরের ঘরটা খুলে দাও গিয়ে— কুস্কম ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দোর খুলিতে গেল। যতীশ ভট্চাজ, কিছু দূরে দাড়াইয়া ছিল—হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল । তাহার পর বাড়ীর ভিতর বাইতেই কুস্কম উদ্বিগ্ন কণ্ঠে বলিল—কি করবেন বাবাঠাকুর, রান্না করবেন ? সব যোগাড় ক’রে দিই। আর ততক্ষণ ঘরে যা-কিছু আছে, ও বাবাঠাকুরকে দিই, কি বলেন ? হাজারি বলিল—রান্না ক’রে খাওয়াতে গেলে চলবে না কুসুম । উনি থাকতে পারবেন না ; ফুলে-নবলা যাবেন । আমি বাজার থেকে খাবার কিনে আনি—এখানে একটু বসবার জন্তে নিয়ে এলাম । কুঙ্কম হাসিয়া বলিল—বাবাঠাকুর, আপনি ব্যস্ত হবেন না দিকিনি ৷ আমি সব যোগাড় কন্তুচি জলখাবারের। আমার ঘরে সব আছে, ঘরে থাকতে বাজারে যাবেন খাবার আনতে কেন ? আমার বাড়ীতে যখন ব্ৰাক্ষণের পায়ের ধুলে পড়েচে, তখন আমার ঘরে ধী আছে তাই দিয়ে খেতে দেব—কিন্তু বাবাঠাকুর, সেই সঙ্গে আপনিও—মনে থাকে বেন । হাজারি প্রক্তিৰা-বাক্য উচ্চারণ করার পূর্বেই কুহুম ঘরের মধ্যে চলিয়া গেল—অগত্যা হাজারি বাহিরের ঘরে যতীশ গুটুচাজের কাছে ফিরিয়া জাপিল। ৰতীশ ভট্চাজ, বলিল—তোমার কোনো আত্মীয়ের বাড়ী নাকি হে ? --না, আত্মীয় নয়, এরা হোল ঘোষ-গোয়ালা। এই বাড়ীতে আমার ধর্মমেয়ের বিয়ে एकिदइ, ७रे ৰে দোর খুলে দিলে, ওই মেয়েটি ।