পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু হোটেল s 80 পনেরো মিনিট আন্দাজ পরে ঝন ঝন করিয়া শিকল নড়িয়া উঠিতে হাজারি বাহিরের বাড়ীর অন্দরের দিকে দাওয়ায় গিয়া দাড়াইল—দাড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। ছ'খানি পরিষ্কার-পরিচ্ছন্ন আসন পাতা—দু’বাটি জাল দেওয়া দুধ, দুখানা থালে ফলDB BBBS BB BBBS BBBS BB BBB BBS BBBB BBBS BB BB BBB BBB দু'গ্লাস জল । হাসিমুখে কুষম বলিল—ওঁকে ডাকুন, সেবা করতে বলুন। যা বাড়ীতে ছিল একটু মুখে দিয়ে নিন দু’জনে । —তা তো হোল—কিন্তু আমি আবার কেন সুকুম ? —মেয়ের বাড়ী যে—ন থেয়ে যাবার কি জো আছে ? ডাকুন ওঁকে । যতীশ ভট্চাজ, থাইতে বসিয়া যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল, দেখিয়া মনে হইল, সে বডই ক্ষুধার্ত ছিল । তাহার থালায় একটুও কিছু পড়িয়া রহিল না। কুহুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠাইয়। দিল, খাওয়ার পরে। যতীশ ভট্চাজ বিদায় লইবার সময় বলিল-- তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীৰ্ব্বাদ করে যাই । কুহুম আসিয়া গলায় কাপড় দিয়া দু’জনকেই প্রণাম করিল। যতীশ ভট্চাজ, বলিল— মা শোনে, সারাদিন সত্যিই খাইনি। ভারি তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভাল মেয়ে, ছেলেপিলে নিয়ে স্বখে থাকে, আশীৰ্ব্বাদ করি। হাজারি যতীশ ভট্চাজের সঙ্গে চলিয়া আসিল । পথে আসিয়া বলিল—ভট্চাজমশাই, একটা হোটেল নিজে খুলবো অনেক দিন থেকে ইচ্ছে আছে। আপনি কি বলেন ? —অনায়াসে করতে পারে। খুব লাভের জিনিস—তোমার হবেও । তোমার মনটা বড় ভালো। কিন্তু পয়সা পাবে কোথায় ? –তাই নিয়েই তো গোলমাল। নইলে এতদিন খুলে দিতাম—দেখি, চেষ্টায় আছি— ছাড়চি নে—ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুমম, ও একবার টাকা দিতে চেয়েছিল। তা কি নেওয়া ভাল ? ও গরীব বেওয়া লোক, কেন ওর সামান্ত পুজি নিতে যাবো ? তাই নিই নি। নিলে ও এখুনি দেয়—তবে সে টাকা খুব সামান্ত । তাতে হোটেল খোলা হবে না । যতীশ তটুচাজ, চুণার খেয়ার ধারে আসিয়া বলিল-আচ্ছ, চলি হাজারি—তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাধা খদের থাকবে, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও স্বাবে না—তোমার মত রান্না ক'টা ঠাকুর রাধতে পারে হে ? বেচু চক্কত্তির হোটেলে আমি ধে খেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোতে! ভাল চলবে তোমার হোটেল। এদিগরে তোমার মত রাধতে পারে না কেউ, বলে যাচ্ছি । বতীশ ভট্চাজ, তো চলিয়া গেল, কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়া গেল ।