পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল 8气 —আবার তর্ক ? এক চড় মারবো গালে— বোধ হয় লোকটা মারিয়াই বলিত, ঠিক সেই সময় পদ্ম ঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল—কি হয়েছে বাৰু ? লোকটা পদ্ম ঝিয়ের দিকে ফিরিয়া বলিল—তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করচে, কি জানোয়ার। হোটেলের রাধুনীগিরি করতে এসে আবার লম্বা লম্ব। কথা, আজ দিতাম তোমাকে একটি চড় কবিয়ে, টের পেতে তুমি মজা— পদ্ম কি বলিল-স্বাক বাবু, আপনি ক্ষ্যাম দেন। ওর কথায় চটুলে কি চলে? আহন, আপনি খাবেন এখানে । —খাবো কি, তোমাদের ঠাকুর বলচে এখনও কিছু রান্না হয় নি। তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয় নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা ? দেখাবে। তোমাদের মজা ! যত বদমায়েশ সব । পদ্ম ঝি বাজের সহিত বলিল—ঠাকুর, তুমি কি রকম মানুষ । বাবুর সঙ্গে মুখোমুখি তক্কো করা তোমার কি দরকার ছিল ? রান্না কেনই বা হয় না। যা হয়েচে তাই দিয়ে ভাত দাও, আর মাছ ভেজে দাও । যান বাবু আপনি গিয়ে বস্থন । খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল—মাছটা একুেবারে পচা। রামে রামো, কেন মরতে এ হোটেলে খেতে এসেছিলুম—ছি ছি—এই ঠাকুর এদিকে এসো পদ্ম ঝি ই ই করিয়া ছুটিয়া আলিয়া বলিল—কি হয়েছে বাবু, কি হয়েছে ? —কি হয়েচে ? যত সব ন্যাকামি ? মাছ একদম পচা, লোকজনকে মারবার মতলব তোমাদের—না ? আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে— রিপোর্টের কথা শুনিয়া পদ্ম ঝির মুখ শুকাইয়া গেল ; সে তাড়াতাড়ি বলিল—বাৰু, আপনার পায়ে পড়ি বস্কন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্চি। একদিন ধা হয়ে গিয়েচে ক্ষ্যামা ঘেন্না করে নিন বড় বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেচু চকত্তি বিনীতম্বরে নিতান্ত কfচুমাচু হইয়া বলিল, বাবু একটা কথা আছে, আপনার টিকিটের BBBB BB BB BB BB BBBB BBBB BB BS BBB BSBBS BHDD DD १ॉन । লেকিট বলিল—ন না থাক। পয়সা দিতে হবে না ফেরত—কিন্তু এরকম আর ধেন কখনও না হয় । বেচু চকত্তি জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েক আনা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল । হাজারি গিয়া দেখিল সেখানে পদ্ম বি দাড়াইয়া আছে । বেচু চক্ষত্তি বলিল—ঠাকুর, খদেরদের সঙ্গে ঝগড়া করতে কদিন শিখেচ ? হাজারি অবাক হইয়া বলিল—ঝগড়া ? কার সঙ্গে ঝগড়া করলাম বাৰু ?