পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু হোটেল 《속 হইতেই সেখানে চা বিক্ৰী শুরু হয়। হাজারির ডাকে নিমাই আসিল । দুজনে ঘরের মধ্যে ঝুঁকিয়া দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্যি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধড়মড় করিয়া উঠিল । হাজারি বলিল—মতি দোর খোলা কেন ? মতি বলিল—তা তো আমি জানি নে ! তুমি রাত্তিরে ছিলে কোথায় ? দোর খুললে কে ? তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল—হাজারিদা, সৰ্ব্বনাশ ! থtলা বাসন কোথায় গেল ? একখানও তো দেখছি নে ! —সে কি ! তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুজিয়াও কোনো ঘরেই বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলিল—চায়ের দুধটা দিয়ে আসি হাজারি-দা, বাসন সব চক্ষুদান দিয়েচে কে । তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুব আসিল । সে-ই গিয়া বেচু চকত্তিকে ডাকিয়া আনিল। পদ্ম ঝিও আদিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদু বঁাড় যে আসিলেন, বাজারের লোকজন জড় হইল—থানায় খবর দিতে তখনি, এ. এস. আই নেপালবাবু ও দুজন কনস্টেবল আসিল। হৈ হৈ বাধিয়া গেল। বেচু চক্ষত্তি মাথায় হাত দিয়া ততক্ষণ বসিয়া পড়িয়াছেন, প্রায় ষাট-সত্তর টাকার থালা বাসন চুরি গিয়াছে! বেচু চক্কত্তি বলিলেন—হাজারি রাত্তিরে কোথায় ছিলে ? —ইষ্টিশানের প্লাটফৰ্ম্মে বাৰু। বডড গরম হচ্ছিল—তাষ্ট ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম । নেপালবাবু জিজ্ঞাস করিলেন,—কত রাত্রে প্ল্যাট ফৰ্ম্মে শুয়েছিলে ? কোন প্ল্যাট ফুৰ্ম্মে ? —আজ্ঞে, বনগা লাইনের প্ল্যাট ফৰ্ম্মের বেঞ্চির ওপর । —তোমায় সেখানে কেউ দেখেছিল ? —না বাৰু, তখন অনেক বুfত । —ক’ত ? --দেড়টার বেশী । —এতক্ষণ পর্য্যস্ত কোথায় ছিলে ? —রোজ খাওয়া-দাওয়ার পরে আমি দুবেলাই চুণার খেয়াঘাটে গিয়ে বসি। কালও সেখানে ছিলাম । —আর কোনো দিন হোটেল ছেড়ে প্ল্যাট ফৰ্ম্মে শুয়েছিলে ? —মাঝে মাঝে শুই, তবে খুব কম। - এই সময় বেচু চন্ধত্তিকে পদ্ম কি চুপি চুপি কি বলিল। বেচু চকত্তি নেপালবাবুকে বলিলেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে—