পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল ఆసి তোমার সঙ্গে দুটো কথা কই বসে। ভাবলাম কুস্কমের সঙ্গে একবার পরামর্শ করি গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুজে—একার বুদ্ধিতে কুলোয় না—তারপর বুড়োও হয়ে পড়েচি তো ! কুসুম হাসিয়া বলিল—পরামর্শ হবে এখন । না যদি খান, তবে আমিও আজ সারাদিন দাতে কুটো কাটবো না বলে দিচ্চি কিন্তু জ্যাঠামশায় । ওসব শুনবো না—আগে নেয়ে আস্বন—তারপর ভাত চাপান, আমিও আপনার প্রসাদ দু'টি পাই । মেয়ের বাড়ী এলেচেন, যতই গরীব হই, আপনাকে না খাইয়ে ছেড়ে দেবো ভেবেচেন বুঝি—ভারি টান তো মেয়ের ওপর ? অগত্য হাজারি চূণীর ঘাটে স্বান করিতে গেল। ফিরিয়া দেখিল গোয়ালঘরের এক কোণ ইতিমধ্যে কুস্কম কখন লেপিয়া পুচিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উকুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা বোগনে দেখাইয়া বলিল, এতেই হবে জ্যাঠামশায়, না নতুন হাড়ি কাড়বেন ? —না নতুন হাড়ির দরকার নেই। ওতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূৰ্ব্বে একটি ছেলে গোয়ালঘরের দোরে আসিয়া উকি মারিয়া ইঙ্গিতে কুমমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল, তাহার হাতে একখানা গামছায় বাধা হাটবাজার —অষ্ট্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। —একটুখানি দাড়ান জ্যাঠামশায়, মাছ কুটে আনি । হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুস্কমের কাও দেখিয়া। পাশের বাড়ীর ছেলেটিকে ডাকিয়৷ কুম্ম কখন বাজার করিতে দিয়াছে থাক, দিয়াছে দিয়াছে—কুহুম গরীব মাতুয, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি ছিল ? না, বড় ছেলেমানুষ এখনও । এদের জ্ঞানকাও আর হবে কবে ? কুহুম হাজারির তিরস্কারের কোনো জবাব দিল না। মৃদ্ধ মৃদু হাসিয়া বলিল—আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি সাধ হয়ে থাকে তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশায় ] হাজারি অপ্রসন্নমুখে বলিল—না:, ধতো সব ছেলেমামুষের ব্যাপার ! আহারাদির পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম থাইতে গেল। গত রাত্রে ভাল ঘুম হয় নাই—ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে, যখন ঘুম ভাঙিল তখন প্রায় विकांल ट्रॅग्ना ग्निम्नांरह । কুহুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল-কাল ঘুম হয় নি মোটেই ইষ্টশানের বেধিতে শুয়ে— তা বুঝতে পেরেচি। ঘুমিয়েচেন ভাল তো ? চা ক'রে আনি, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুম্বম গরম জিলিপি আনাইয়া দিল । বলিলেও শোনে ন}, বলিল—এই তো ওই মোড়ে হারান ময়রার দোকানে এ সময় বেশ গরম জিলিপি তাজে, চায়ের সঙ্গে বেশ লাগবে—শুধু চা খাবেন ?