পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দুহোটেল br〉 বেড়াইয়া, পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই। গোপালনগর বাজারে পৌঁছিতে বেলা গেল। বেশ বড় বাজার, অনেকগুলি ছোটবড় দোকান, ভাল ব্যবসার জায়গা বটে । হাজারি একটা বড় কাপড়ের জোকানের সামনের টিউবওয়েলে হাতমুখ ধুইয়া লইল। নিকটে একটা কালীমন্দির—মন্দিরের রোয়াকে বসিয়া সম্ভবতঃ মন্দিরের পূজারী ব্রাহ্মণ হক টানিতেছে দেখিয়া হাজারি তামাক খাইবার জন্ত কাছে গিয়া দাড়াইয়া বলিল—একবার তামাক খাওয়াবেন ? —আপনারা ? --अग्लिभं । —বস্কন, এই নিন । —আপনি কি মন্দিরে মায়ের পূজো করেন ? —আজ্ঞে ই । আপনার কোথা থেকে আসা হচ্চে ? —আমার বাড়ী গাংনাপুরের সন্নিকট এড়োশোলা। রাধুনীর কাজ করি-চাকুরির চেষ্টায় বেরিয়েচি। এখানে কেউ রাধুনী রাখবে বলতে পারেন ? —একবার এই বড় কাপড়ের দোকানে গিয়ে খোজ করুন। ওঁরা বড়লোক, রাধুনী ওঁদের বাড়ীতে থাকেই–বাৰুর ছোট ভাইয়ের বিয়ে আছে, যদি এ সময় নতুন লোকের দরকারটরকার পড়ে—ওঁরা জাতে তিলি, বাজারের সেরা ব্যবসাদার, ধনী লোক । হাজারি কাপড়ের দোকানে ঢুকিয় দেখিল একজন তামবৰ্ণ দোহারা চেহারার লোক গজির উপর বসিয়া আছে। সেই লোকটিই ষে দোকানের মালিক, ইহা কেহ বলিয়া না দিলেও বোঝা যায়। হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল—আস্বন, কি চাই ? ওদিকে স্বান —ওহে, দেখ ইনি কি নেবেন— বলিয়া লোকটি দোকানের অন্ত যে অংশে অনেকগুলি কৰ্ম্মচারী কাজ-কৰ্ম্ম ও কেনাবেচা করিতেছে সে দিকটা দেখাইয়া দিল । হাজারি বলিল—বাবু, দরকার আপনার কাছে । আমি রান্না করি, ব্রাহ্মণ—শুনলাম আপনার বাড়ীতে রাধুনী রাখবেন —তাই— —ও । আপনি রান্না করবেন ? স্বাধতে জানেন ভাল ? কোথায় ছিলেন এর আগে ? —আজো রাণাঘাট হোটেলে ছিলাম সাত বছর । —হোটেলে ? হোটেলের কাজ আর বাড়ীর কাজ এক নয়। এ খুব ভাল রায় চাই । আপনি কি তা পারবেন ? কলকাতা থেকুে কুটুম্ব আসে প্রায়ই— হাজারি হাসিয়া ভাবিল—তুমি আর কি রান্না খেয়েছ জীবনে, কাপড়ের দোকান করেই মরেছ বই তো নয় । তেমন রান্না কখনো চোখেও দেখনি । মুখে বলিল–বাৰু, একদিনের জন্তে রেখে দেখুন না হয় । রান্না ভাল না হয়, এমনি চলে ৰবি । কিছু দিতে হবে না। দোকানের মালিক পাকা ব্যবসাদার, লোক চেনে । হাজারির কথার ধরণ দেখিয় مه ساوه. . f