পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯლყbz বিভূতি-রচনাবলী বিপিন আর কোন কথা ন বলিয়া চুপ করিয়া গেল। তাহার মনটা আজ কয়দিন হইতেই ভাল নয়। প্রথম তো সংসারে দারুণ অনটন, তার উপর স্ত্রীর যা মিষ্টি বুলি ! বেশ, সে পলাশপুরই যাইবে । আজই যাইবে । আর বাড়ী থাকিয়লাভ কি ? বাড়ীর কেহই তেমন পছন্দ করে না যে, সে বাড়ী থাকে । এমন সময় বাহির হইতে গ্রামের কৃষ্ণলাল চক্রবর্তী ডাকিয়া বলিলেন, বিপিন, বাল্পী আছ হে ? বিপিন পাশের ঘরের উদ্দেশ্যে বলিল, কেষ্ট কাকা আসছেন, স’রে যাও । পরে অপেক্ষাকৃত স্থর চড়াইয়া বলিল, আহ্বন কাক। আসুন, এই ঘরেই আস্কন । কৃষ্ণলালের বয়স চুয়াল্লিশ বছর, কিন্তু চুল বেশি পাকিয়া যাওয়ায় ও অৰ্দ্ধেক দাত পড়িয়া যাওয়ার দরুন, দেখায় যেন ষাট বছরের বৃদ্ধ । তিনি ঘরের মধ্যে ঢুকিয়া বলিলেন, ও কে এসেছিল হে, তোমার বাড়ী একজন খোট্টা-মত ? —ও পলাশপুর থেকে এসেছিল। আমায় নিয়ে যাওয়ার জন্তে । —বেশ তো, যাও না । এখানে ব'সে মিছে কষ্ট পাওয়া— —আহা, সেজন্তে না কেষ্টকাকা । পলাশপুরে বাবা যখন চাকরি করতেন, লে একদিন গিয়েছে। এখন প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করার দিন নেই। অথচ টাকা না আদায় করতে পারলে জমিদারের মুখ তার । আমি ধোপাখালির কাছারিতে থাকি ; আর পলাশপুর থেকে কাপ্ত লোক আসছে ; ক্লাপ্ত লোক আসছে,—ক্লাপ্ত টাকা পাঠাও, টাকা পাঠাও—এই বুলি । বলুন দিকি, আদায় না হ’লে আমি বাপের বিষয় বন্ধক দিয়ে এনে তোমাদের টাকা ৰোগাৰ আশায় ? · কৃষ্ণ চক্রবর্তী বলিলেন, তোমার বাবার আমলের সেই পুরোনো মনিবই আছে তো ? ভারা তো জানে তুমি বিনোদ চাটুজ্জের ছেলে—তোমার বাপের দাপটে— —জানে ব'লেই তো আরো মুশকিল । বাবা যে ভাবে খাজনা আদায় করতেন, এখনকার আমলে তা চলে না, কাক,—অসম্ভব। দিনের হাওয়া বদলেছে, এখন চোখ কান ফুটেছে সবারই । সত্যি কথা বলছি, আমার ও কাজ ভাল লাগে না । প্রজা ঠেঙাবার জন্তেও না— তাতে আমার তত ইয়ে হয় না, কিন্তু জমিদার আর জমিদারগিল্পী ঘূর্ণ একেবারে। কেবল "দাও দাও" বুলি । না দিলেই মুখ ভূরে। —তা আর কি করবে বল! পরের চাকরি করার তো কোন দরকার ছিল না তোমার, বিনোদদাদা বা ক’রে রেখে গিয়েছিলেন—পায়ের ওপরে পা দিয়ে বসে খেতে পৃারতে—সবই ৰে উড়িয়ে দিলে! বিনোদদাদাও চোখ বুজলেন, তোমরাও ৪ড়াতে শুরু করলে ! এখন জার হ+হতাশ করলে কি হবে, বল ? এ সব কথা বিপিনের তেমন ভাল লাগিতেছিল না। স্পষ্ট কথা কাহারও ভাল লাগে না । লে ভাড়াতাড়ি বলিয়া উঠিল, সে স্বাক কাক, আমার একটা শশার চার দিতে পারেন ? আছে বাড়ীতে ?