পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ՖՊy মোটাসোটা চেহারা, পরনে চওড়া লাল পাড় শাড়ি, হাতে তুই গাছ সোনার বালা ছাড়া অঙ্ক কোন গহনা নাই । তিনি বলিলেন, এল এস, বেঁচে থাক। তোমাকে ভাকার আরও বিশেষ দরকার, খুকীকে নিয়ে জামাই আসছেন বুধবারে। ঘরে একটা পয়সা নেই। ধোপাখালির কাছারি আজ ছমাস বন্ধ। তাগাণপত্র না করলে জামাই এলে একেবারে মুশকিলে পড়ে যেতে হবে। সেইজন্তে কর্তা তোমার ওখানে কাল লোক পাঠিয়েছিলেন তোমায় নিয়ে আসতে। অনাদি চৌধুরী ইতিমধ্যে নামিয়া আসিয়াছিলেন। তার বয়স বাটের উপর, বর্তমান গৃহিণী তার দ্বিতীয় পক্ষ । বাতের রোগী বলিয়া খুব বেশি নড়াচড়া করিতে পারেন না, যদিও শরীর এখনও বেশ বলিষ্ঠ। এক সময়ে দুৰ্দ্দাস্ত জমিদার বলিয়া ইহার যথেষ্ট থ্যাতি ছিল । অনাদি চৌধুরী বলিলেন, খুকী আসছে বুধবারে। এদিকে ধোপাখালি কাছারি আজ ছমাস বন্ধ। একটি পয়সা আদায়-তশিল নেই । তোমার কাগুজ্ঞানটা যে কি, তাও তো বুঝি নে ! তোমার বাবার আমলে এই মহল থেকে তিনশো টাকা ফি মাসে আদায় ছিল আর এখন সেই জায়গায় পঞ্চাশ-যাট টাকা আদায় হয় না। তুমি কাল সকালেই চলে যাও কাছারিতে। মঙ্গলবার রাতের মধ্যে আমার চল্লিশটা টাকা চাইই, নইলে মান যাবে, জামাই আসছে এতকাল পরে, কি মনে করবে ? আদর-যত্ন করবো কি দিয়ে ? জমিদার-গৃহিণী বলিলেন, আর আসবার সময় কিছু কুমড়ো, বেগুন, থোড় কিংবা মোচা আর যদি পার ভাল মাছ একটা রঘুদের পুকুর থেকে, আর কিছু শাকসজি আনবে। ঘানি-ভাঙানো সর্বে তেল এনে আড়াই সের, আর এক ভঁাড় আখের গুড় যদি পাও— বিপিন মনে মনে হাসিল । জমিদার-গৃহিণী ষে এই সমস্ত আনিতে বলিতেছেন, সবই বিনা মূল্যে প্রজা ঠেঙাইয়া। নতুবা পয়সা ফেলিলে জিনিসের অভাব কি ? যদি পাও' কথার মানেই হইল ‘ষদি বিনামূল্যে পাও—এমন ছোট নজর, আর এমন কৃপণ স্বভাব ! পরের জিনিস এমনই যোগাইতে পার, খুব খুশি । দায় পড়িয়াছে বিপিনের পরের শাপমন্তি কুড়াইয়া উrহাদের জন্তে বেসাতি আনিবার, এমনই তো ছোট ভাইট হাসপাতালে পড়িয়া শুষিতেছে । এই সব জগুই এখানকার চাকুরির অন্ন তাহার গলা দিয়া নামে না । وتيه পলাশপুর হইতে ধোপাখালির কাছারি আট ক্রোশ । নায়েবের জন্ত গাড়ী ব্যবস্থা করিবেন তেমন পাত্র নন অনাদি চৌধুরী—স্বতরাং সারা পথ হাটিয়া সন্ধ্যার পূৰ্ব্বে বিপিন কাছারি পৌছিল । কাছারি-ঘরে ক্যানেক্স'-কাটা টিনের দেওয়াল, চাল খড়ের। স্থানীয় জনৈক নাপিতের পুত্র মাসিক বারে আনা বেতনে কাছারিতে বাটপাটের কাজকর্ণ করে। বিপিন BBB BBBD DD BBBBS BB BB BBB B BB BBBSBBB BBBBB DDBS