পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ›ግ© মাত্র। মনোরমা শ্বশুরবাড়ী জাসিয়াই বুঝিল বাছির হইতে যত নামভাকই থাকুক, এখানকাৰ ভিতরের অবস্থা অন্তঃসারশূন্ত । সে বড় বংশের মেয়ে, মন গেল তার সম্পূর্ণ বিরূপ হইয়া ; স্বামীর সহিত সম্ভাব জমিতে পাইল না যে, ইহাতে বিপিন মনেপ্রাণে স্ত্রীকে অপরাধিনী করিতে পারে কই ? –এই যে লায়েববাবু কখন আলেন । দণ্ডবত্ হই । বিপিনের চমক ভাঙিল, আগন্তুক এই গ্রামেরই একজন বড় প্রজা, নরহরি দাশ, জাততে মুচি, শুওরের ব্যবসা করিয়া হাতে ছপয়সা করিয়াছে। বিপিন বলিল, এস নরহরি, বড় মুশকিলে পড়েছি, বুধবারের মধ্যে চল্লিশটি টাকার যোগাড় কি ক’রে করি বল তো ? বাবুর জামাই-মেয়ে আসবেন, টাকার বডড দরকার। আমি তো এলাম দুমাস পরে। টাকা যোগাড় না করতে পারলে আমার তো মান থাকে না—কি কৱি, ভারী ভাবনায় পড়ে গেলাম ধে ! নরহরি বলিল, এসব কথা এখন নয় বাৰু। খাওয়া-দাওয়া করুন, কাল বেনবেলা আমি অাসপো কাছারিতে—তখন হবে। ইতিমধ্যে কাছারির ছোকরা চাকর একটা ঘটিতে কিছু দুধ ও কেঁচড়ে কিছু মুড়ি লইয়া ফিরিল । নরহরি বলিল, আপনি সেবা করুন লায়েববাবু, আজ আসি। কাল কথাবার্তা হৰে। কাছারি-ঘরের দ্বোরটা একটু ভাল ক’রে আগড় বন্ধ করে শোবেন রাতে—বডড বাঘের ভয় হয়েছে আজ কড়া দিন । বিপিন সকালে একটা বিষয়ে নিশ্চিস্ত হইয়া বাচিল । তহবিলের টাকার ঘাটতি ইহাৱা টের পায় নাই। তবুও টাকাটা এবার তহবিলে শোধ করিয়া দিতে হইবে, জমিদার হিসাব তলব করিতে পারেন, এতদিন পরে যখন সে আসিয়াছে । তাহা হইলে অভ্যস্ততঃ আশি টাকার আপাততঃ দরকার, এই তিনদিনের মধ্যে । তিনটি দিন বাকী মোটে। এখন কোন ফসলের সময় নয়, আশি টাকা আদায় হইবে কোথা হইতে ? পাইক গিয়া প্রজাপত্র ডাকাইয়া আনিল, সকলের মুখেই এক বুলি, এখন টাকা তারা দেয় কি করিয়া ? নরহরি দাশু পনরটি টাকা দিল। ইহার বেশি তাহার গল কাটিা ফেলিলেও হইবে না। বিপিন নিজে প্রজাদের বাড়ী বাড়ী ঘুরিয়া আরও দশটি টাকা আদায় করিল দুইদিনে। ইহার বেশি হওয়া বর্তমানে অসম্ভব। বিপিন একবার কামিনী গোয়ালিনীকে ডাকাইল। । এ অঞ্চলে অনেকে জানে যে, বিপিনের বাবা বিনোদ চাটুজের সঙ্গে কামিনীর নাৰুি বেশ একটু ঘনিষ্ঠতা ছিল। এখন কামিনীর বয়স পঞ্চান্ন-ছাপ্লাম, একহার, তামবৰ্ণ-হাতে মোটা সোনার অনন্ত । সে বিপিনকে মেহের চক্ষে দেখে, বিপিন যখন দশ-বারো বছরের ৰালক, বাবার সঙ্গে কাছারিতে আসিত তখন হইতেই সে বিপিনকে জানে। বিপিনও তাহাকে সমীহ করিয়া চলে।