পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ytre খরচ ইহার করিবেন না, স্বতরাং আদায়ের অবস্থাও তথৈবচ। সন্ধ্যার সময় ঘোষপুর হইতে সে ফিরিল। জেলেদের পাড়ায় আজ দুই তিন মাস হইতে ঘোর ম্যালেরিয়া লাগিয়াছে। কেহ কাজে বহির হইতে পারে নাই। কোমড়-জাল যেমন তেমনই জলে ফেলা রহিয়াছে। তবুও সে নিজে গিয়াছিল বলিয়া তাহার খাতিরে টাকা চারেক মাত্র জাঙ্গায় হইয়াছে। २ রাত্রে অনাদিবাৰু ডাকিয়া পাঠাইলেন বাড়ীর মধ্যে। গিল্পীও সেখানে ছিলেন। —কত আদায় করলে বিপিন ? বিপিন মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, চার টাকা । অনাদিবাবু গুড়গুড়ির নল ফেলিয়া তাকিয়া ছাড়িয়া সোজা হইয়া বসিলেন । চার টাকা মোটে। বল কি ? এ, এর নাম আদায় ? তবেই তুমি মহালের কাজ করেছ। গিল্পী বলিয়া উঠিলেন, জেলেদের মহালে গেলে বাপু, এক-আধটা বড় মাছই না হয় নিয়ে এস মেয়ে-জামাই এখানে রয়েছে, তা তোমার কি সে স্থশ-পৰ্ব্ব আছে ? সেদিন বললাম ধোপাখালির হাট থেকে মাছ আনতে, না আড়াই সের এক কাংলা মাছ পয়সা দিয়ে কিনে এনে হাজির । বিপিনের ভয়ানক রাগ হইল। একবার ভাবিল, সে বলে, বেশ, এমন লোক রাখুন, যে প্রজা ঠেঙিয়ে বিনি পয়সায় মাছ আপনাদের এনে দিতে পারবে। আমি চললুম, আমার মাইনে বা বাকি পড়েছে আজই চুকিয়ে দিন । কিন্তু অনেক কষ্টে সামলাইয়া গেল। কেবল বলিল, মাছ কেউ এখন ধরছে না মাঙ্গীমা । সবাই মরছে ম্যালেরিয়ায়, মাছ ধরবার একটা লোকও নেই। --- বিপিন সামলাইয়া গেল মানীর কথা মনে করিয়া। মানী এখানে থাকিতে তাহার বাপ-মায়ের সঙ্গে সে অপ্রীতিকর কিছু করিতে পারিবে না। জমিদার-গিল্পী বলিলেন, আর বার-বাড়ীতে যাচ্ছ কেন, একেবারে খেয়ে যাও । ইহাঙ্গের বাড়ীতে রাখুনী আছে—এক বৃদ্ধ বামুনের মেয়ে। সে রাত্রে চোখে দেখিতে পায় না বলিয়া গিল্পী নিজেই পরিবেশন করেন । জামাইবাবুও একসঙ্গেই বসিয়া খান, তবে তিনি নরলোকের সঙ্গে বড় একটা কথাবাৰ্ত্তা বলেন না। আজও বিপিন দেখিল, একই জায়গায় খাইতে বলিয়া জামাইয়ের পাতে পড়িল মিষ্টি পোলাও, তাহার পাতে দেওয়া হুইল সাদা ভাত । তবে একসঙ্গে বসাইবার মানে কি ? সেদিনও ঠিক এমন হইয়াছে সে জানে, ঈহারা কৃপণের একশেষ, জামাইয়ের জন্য কোনও রকমে ক্ষুদ্র ছাড়ির এক কোণে ছুটি পোলাও রাধিয়াছেন, তাহ হষ্টতে তাহাকে দিতে গেলে চলিবে কেন ? তবু রোজ পোলাওয়ের ব্যবস্থা করিয়া" বড়মান্তর্ষি দেখানে চাই । খাওয়ার পরে সে চলিয়। আসিতেছে বাহির-বাড়ীতে, জানালায় মালী দাড়াষ্টয়া তাতাকে ডাকিল, ও বিপিনদ ।