পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ বিভূতি-রচনাবলী বেচু চকত্তি তাহাকে দেখিয়া খাতির করিবার স্বরে বলিলেন—আরে এস এস হাজারি এস—এখানে বলে । বলিয়া গদির এক পাশে হাত দিয়া ঝাড়িয়া দিলেন, যদিও ঝাড়িবার কোন আবশুক ছিল না । হাজারি দাড়াইয়াই রহিল । বলিল—না বাবু, আমি বসবো না। আমায় ডেকেচেন কেন ? 齡 —এসো, বসোই এসে আগে । বলচি । হাজারি জিভ কাটিয়া বলিল—না বাবু, আপনি আমার মনিব ছিলেন এতদিন। আপনার সামনে কি বসতে পারি ? বলুন, কি বলবেন—আমি ঠিক আছি । হাজারির চোখ আপনা-আপনি খাওয়ার ঘরের দিকে গেল। হোটেলের অবস্থা সত্যই খুব খারাপ হইয়া গিয়াছে। রাত ন’টা বাজে, আগে অাগে এসময় খরিদারের ভিড়ে ঘরে জায়গা থাকিত না –আর এখন লোক কই ? হোটেলের জলুসও আগের চেয়ে অনেক কমিয়া গিয়াছে। বেচু চকত্তি বলিলেন—না, বোসো হাজারি । চা খাও, ওরে কাঙালী, চা নিয়ে আয় আমাদের । হাজারি তবুও বসিতে চাহিল না। চাকর চা দিয়া গেল, হাজারি আড়ালে গিয়া চা খাইয়া আসিল । বেচু চক্কত্তি দেখিয়া শুনিয়া খুব খুশি হইলেন। হাজারির মাথা ঘুরিয়া যায় নাই হঠাৎ অবস্থাপন্ন হইয়া। কারণ অবস্থাপন্ন যে হাজারি হইয়। উঠিয়াছে, তাহা তিনি এতদিন হোটেল চালানোর অভিজ্ঞতা হইতে বেশ বুঝিতে পারেন । হাজারি বলিল—বাবু, আমায় কিছু বলছিলেন ? —হঁ্য—বলছিলাম কি জানো, এক জায়গায় ব্যবসা যখন আমাদের তখন তোমার সঙ্গে আমার কোন শক্রতা নেই তো— তোমার চাকর আজ আমার চাকবুকে মেরেচে হস্টিশানে। এ কেমন কথা ? এই সময় পদ্মঝি দোরের কাছে আসিয়া দাড়াইল । হোটেলের চাকরও আসিল । হাজারি বলিল—আমি তো শুনলাম বাৰু আপনার চাকরটা আগে আমার চাকরকে মারে । নথিনি খদের নিয়ে আসছিল এমন সময় – পদ্মঝি বলিল—হঁ্যা তাই বৈকি ! তোমাদের নাখনি আমাদের খদের ভাগাবার চেষ্টা করে—আমাদের হোটেলে আসছিল খদের, তোমাদের হোটেলে যেতে চায় নি— একথা বিশ্বাস করা যেন বেচু চকত্তির পক্ষেও শক্ত হইয়া উঠিল । তিনি বলিলেন—স্বাক, ও নিয়ে আর ঝগড়া করে কি হবে হাজারির সঙ্গে । হাজারি তো সেখানে ছিল না, দেখেও নি, তবে তোমায় বল্লাম হাজারি, যাতে আর এমন না হয়— হাজারি বলিল—বাবু, বেশ আমি রাজী আছি। আপনার হোটেলের সঙ্গে আমার কোনো বিবাদ করলে চলবে না। আপনি আমার পুরোনো মনিব । আস্কন, আমরা গাড়ী