পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ఏరీ —ন, একটু দাড়াও। কিছু না খেয়ে যেতে পারবে না। কোন সকালে ধোপাখালি থেকে খেয়ে বেরিয়েছ, একটু জল খেয়ে যেতেই হবে । আমি আসছি । মানী উত্তরের অপেক্ষ না করিয়াই বাড়ীর ভিতরে চলিয়া গেল এবং একটু পরে একখানা আসন আনিয়া রোয়াকের একপাশে পাতিয়া দিয়া বলিল, এস, ব’স উঠে ।—বলিয়াই সে আবার ক্ষিপ্ৰপদে অদৃপ্ত হইল। মানীর আগ্রহ দেখিয়া বিপিন মনে কেমন এক ধরণের অপূৰ্ব্ব আনন্দ অনুভব করিল। এ অনুভূতি তাহার পক্ষে সম্পূর্ণ নূতন, এমন কি সেদিন পোলাও খাওয়ানোর দিনও হয় নাই। সেদিন সে সে-ব্যাপারটাকে খানিকটা সাধারণ ভদ্রতা, খানিকট। মানীর রাধিবার বাহাঙ্কুরি দেখানোর আগ্রহের ফল বলিয়া ভাবিয়াছিল। কিন্তু আজ মনে হইল, মানীর এ টান অস্তিরিক, মানী তাহার স্বথদুঃখ বোঝে। বিপিনের সত্যই ক্ষুধা পাইয়াছে । ভাবিয়াছিল, রাণাঘাটের বাজারে কিছু থাইয়া লইয়। তবে মিশন হাসপাতালে ধাইবে । আচ্ছা, মানী কি করিয়া তাহা বুঝিল ? একটা থালায় মানী খাবার আনিয়া বিপিনের সামনে রাখিয়া বলিল, খেয়ে নাও । আমি চায়ের জল বসিয়ে এসেছি, দৌড়ে চা ক’রে আনি । থালার দিকে চাহিয়া বিপিনের মনে হইল, বাড়ীতে এমন কিছু খাবার ছিল না, তেমন কৃপণই বটে জমিদার-গিল্পী ! মানী বেচারী হাতের কাছে তাড়াতাড়ি যাহা পাইয়াছে—কিছু মুড়ি, এক থাবা দুধের সর, খানিকটা গুড়, এরই মধ্যে আবার দুইখান থিন এরারুট বিস্কুট— তাহাই আনিয়া ধরিয়া দিয়াছে। মানী ইতিমধ্যে একমালা নারিকেল ও একখানা দ। হাতে ব্যস্তভাবে আসিয়া হাজির হইল। কোথা হইতে নারিকেল মালাটি খুজিয়া টানিয়া বাহির করিয়াছে এইমাত্র । —নারকোল খাবে বিপিনদা ? দাড়াও একটু নারকোল কেটে দিই। কুরুনিখানা খুজে পেলাম না । তোমার আবার দেরি হয়ে যাবে, কেটেই দিই, খাও। মুড়ি দিয়ে সর দিয়ে গুড় দিয়ে মাখ না। আস্তে আস্তে ব'সে খাও, আবার কখন খাবে তার ঠিক নেইকো । চা আনি । একটু পরে চা হাতে যখন মানী আসিয়া দাড়াইল, তখন বিপিন যেন নুতন চোখে মানীকে দেখিল । মানী যেন তাহার কাছে এক অননুভূতপূৰ্ব্ব বিস্ময় ও তৃপ্তির বাৰ্ত্ত বহন করিয়া আনিল । এই আগ্রহভর অস্তিরিকত, এই যত্ব বিপিন কখনও মনোরমার নিকট হইতে পায় নাই । মনোরম যে তাহাক তাচ্ছিল্য করিয়া থাকে, ভালবাসে না—তাহা নয় । সে অন্য ধরণের মেয়ে, গোটা সংসারটার দিকে তাহার দৃষ্টি—ম, বীণা, ছেলেমেয়ে, এমন কি বাড়ীর ক্ল্যাণের দিকে পর্য্যস্ত। এক বিপিনের স্বথদুঃখ দেখিবার অবকাশ তাহার নাই, বিপিন নিজের সংসারে পাচজনের মধ্যে একজন হইয়। মনোরমার ধৌথ সেবার কিছু অংশ পাইয়া আসিয়াছে এতদিন । তাহাতে এমন তৃপ্তি কোন দিন সে পায় নাই । تالاسمة ية .fa