পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী وl\*(* —আপনি রাত্রে কোথায় থাকবেন ? আমার বাড়ীতে থাকুন। আমার এখানে ডিনার খাবেন । মুকুন্দ, ও মুকুন্দ ! —আমার এখানে আত্মীয় আছেন সাহেব, তাদের বাড়ী বলে এসেছি, সেখানেই থাকব । আমার জন্তে ব্যস্ত হবেন না । to বিপিন রাত্রে বাজারের নিকট তাহার এক দূরসম্পৰ্কীয় আত্মীয়ের বাড়ী থাকিয়া, পরদিন সকালে ঘোড়ার গাড়ী ডাকিয়া আনিয়া ভাইকে লইয়া স্টেশনে গেল ! বলাইয়ের বয়স বেশি নয়—কুড়ি-একুশ । রোগ হওয়ার পূর্বে তার শরীর খুব ভাল ছিল, বিপিনের সংসারের ক্ষেতখামারের অনেক কাজ সে একাই করিত । মধ্যে যখন বিপিনের বদখেয়ালিতে পৈতৃক অর্থ সব উড়িয়া গেল, সংসারের ভয়ানক কষ্ট, সংসার একেবারে অচল, তখন বলাই আঠারে। বছরের ছেলে । বলাই দেখিল, দাদার মতিবুদ্ধি তাহাদের অনাহারের ও দারিদ্র্যের পথে লইয়া চলিয়াছে, যদি বাচিতে হয় তাহাকে লেখাপড়া ছাড়িতে হইবে এবং বুক দিয়া খাটিতে হইবে। নদীর ধারের কাঠাল-বাগান বাধা দিয়া সেই টাকায় সে এক জোড়া বলদ কিনিয়া গরুর গাড়ী চালাইতে লাগিল নিজেই। লোকের জিনিসপত্র গাড়ী বোঝাই দিয়া অন্যত্র লইয়া যাইবার ভাড়া খাটিত, স্টেশনে সওয়ারী লইয়া যাইত। অনেকে নিন্দ করিতে লাগিল। একদিন বৃদ্ধ যদু মুস্তফি ডাকিয়া বলিলেন, হ্যা হে বলাই, তুমি নাকি গরুর গাড়ীর গাড়োয়ানি কর ? বলাই একটু ভয়ে ভয়ে বলিল, হঁ্য, জ্যাঠামশাই । —সেটা কি রকম হ’ল ? বিনোদ চাটুজ্জের ছেলে হয়ে আমন বংশের নাম ডোবাবে তুমি । কাল শুনলাম, বাজারের নিবারণ সাহার বাড়ী তৈরি হচ্ছে, সেখানে আট-দশ গাড়ী বালি বয়েছ নদীর ঘাট থেকে সারাদিন । এতে মান থাকবে ? বলাই একটু ভীতু ধরণের ছেলে । বং সে বড় ভারিকি মুস্তফি মহাশয়কে তাহার বাবা বিনোদ চাটুজ্জে পর্য্যস্ত সমীহ করিয়া চলিতেন। সেখানে সে আঠারো বছরের ছেলে কি তর্ক করিবে । তবুও সে বলিল, জ্যাঠামশাই, এ না করলে যে সংসার চলে না, মা বোন না খেয়ে ময়ে । দ্বাধা তো ওই ক্যও করছে, দাদার ওপর আমি কিছু বলতে তো পারি না, মাঠের জমি, খাস জমি সব দাদা বিক্রি করছে আর মেীরুস দিচ্ছে, মার হাতে একটা পয়সা রাখেনি— সব নেশাভাঙে উড়িয়ে দিয়েছে। আমরা কি খেয়ে বাঁচবো বলুন তো ? এতে তবুও দিন এক টাকা গড়ে আয় হচ্ছে । বালির গাড়ী ছ আন ক'রে ভাড়া নদীর ঘাট থেকে বাজার BBBS BB BBB BB BB BBBB BBBS BB BB BBBSBBB BBSBB টাকা ছু আনা একদিনের রোজগার । এ অন্ত ভাবে আমায় কে দিচ্ছে বলুন ? সে দুদিনে বলাই মান-অপমান বিসর্জন দিয়া বুক দিয়া না পড়িলে সংসার অচল হইত। বলাই গরুর গাড়ীর গাড়োয়ানি করিয়া লাঙ্গল করিল, জমি চাষ করিয়া ধান বুনিল, আটির মাঠে কুমড়া করিল এবং সেই কুমড়া কলিকাতায় চালান দিয়া সেবার প্রায় ত্রিশ-বত্ৰিশ টাকা लांछ कब्रिज ।