পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 ●8 বিভূতি-রচনাবলী পূর্ণ হইবার নয় । ইহাকেই কি বলে ভালবাসা ? হয়তো হইবে। যে কোন কথাই সেই একটি মাত্র মাঙ্গবের কথা মনে আনিয়া দেয়—বিপিনের জীবনে ইহা একেবারে নূতন । সে যে ভাইয়ের অস্বখের সম্বন্ধে আইনদির সঙ্গে পরামর্শ করিতে গিয়াছিল, এ কথা বেমালুম ভুলিয়া গিয়া কুমড়াটি হাতে লইয়া বিপিন সন্ধ্যার সময় বাড়ী ফিরিল। চতুর্থ পরিচ্ছেদ X বিপিনের একজন বন্ধু আছে এখান হইতে দুই ক্রোশ দূরে ভাসানপোতা গ্রামে। বন্ধটির নাম জয়কৃষ্ণ মুখুজে । বয়সে জয়কৃষ্ণ বিপিনের চেয়ে বছর ছয়-সাতের বড়। কিন্তু ভাসানপোতার মাইনৰ স্কুলে উহারা দুইজনে এক ক্লাসে পড়িয়াছিল। জয়কৃষ্ণ বর্তমানে উক্ত গ্রামের সেই স্কুলেই হেড-মাস্টারের কাজ করে । বি. এ. পৰ্য্যন্ত পড়াশোনা করিয়াছিল । এমন একজন লোক এখন বিপিনের পক্ষে অত্যন্ত প্রয়োজন হুইয়া পড়িয়াছে, যাহার কাছে সব কথা খুলিয়। বলা যায়। না বলিলে আর চলে না –বিপিন মনের মধ্যে এসব আর চাপিয়া রাখিতে পারে না । তাই পরদিন সে ভাসানপোতায় বন্ধুর বাড়ী গিয়া হাজির হইল। জয়কৃষ্ণ এ গ্রামের বাসিন্দ নয়, তবে বর্তমানে কৰ্ম্ম উপলক্ষে এই গ্রামের সতীশ কৰ্ম্মকারের পোড়ো বাড়ীতে বাহিরের দুইটি ঘর লইয়া বাস করিতেছে । স্কুলের ছুটির পর জয়কৃষ্ণ নিজের ঘরে ফিরিয়া উকুন জালাইয়া চা তৈয়ারির যোগাড় করিতেছে, বিপিনকে হঠাৎ এ সময়ে দেখিয়া বলিল, আরে বিপনে যে ! আয় আয়, ব’স । কবে এলি রে বাড়ীতে ? বিপিন দেখিল, জয়কৃষ্ণ এক নাই—ঘরের মধ্যে বসিয়া আছে মাইনর স্কুলের দ্বিতীয় পণ্ডিত বিশ্বেশ্বর চক্ৰবৰ্ত্তী । বিশ্বেশ্বর চক্রবত্তীর বয়স প্রায় সাইত্রিশ-আটত্রিশ, এ গ্রামের স্কুলে আজ প্রায় আট দশ বছর মাস্টারি করিতেছে, থাকে জয়কৃষ্ণের বাসায় অন্ত ঘরটিতে, কারণ জয়কৃষ্ণ স্ত্রীপুত্র লইয়া এখানে বাস করে না ; বিশ্বেশ্বর চক্ৰবৰ্ত্তীহ উপরওয়াল হেড-মাস্টারের এক রকম পাচক ও ভৃত্য উভয়ের কাজই করে । বিনিময়ে জয়কৃষ্ণ তাহাকে খাইতে দেয় । এসব কথা বিপিন জানিত, কারণ সে আরও বহুবার ভাসানপোতায় আসিয়াছে জয়কৃষ্ণের DD SDDS DBBS BB BBBS BBB B BBBB EBB BB BBB DDS BBBB BBDDD