পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ)● বিভূতি-রচনাবলী এক দিকে মাছুরের উপর কথা পাতিয়া বিছানা করা, মনোরম। সেখানে খোকাখুকীকে লইয়া শোয় । ঘরের অন্ত দিকে একখানা পুরানো তুলো-ৰার-হওয়া তোশক পাতিয়া বিপিনের জন্ত বিছানা করা হইয়াছে ; মশারি নাই, এতদিন অর্থাভাবে কেন ৰায় নাই, চাকুরি হওয়ার পর হইতেও এমন কিছু বিপিন থোক টাকা কোনদিন হাতে করিয়া ৰাড়ী আসে নাই, ৰাহ হইতে সংসার-খরচ চালাইয়া আবার মশারি কেনা ধাইতে পারে। BBB BB BBB BBBB BB DDBS BBBBS BBSBBS BBD DDDSBBS BB করিয়া ঘুটের ও তুষের ধোয়ার সাজাল দেয়, যেমন গোহালে দেওয়া হয় তেমনই। আজও দিয়াছিল, এখনও ঘুটের মালসী ঘরের মেঝেতে বসানো, অল্প অল্প ধোয় বাহির হইতেছে। বিপিন শৌখিন মেজাজের লোক, ঘরে ঢুকিয়া ঘুটের মালসা দেখিয়াই চটিয়া গেল। অপর বিছানায় ভাঙ্গ শুইয়া ছিল, তাহাকে ডাকিয়া বলিল, তোর মাকে ডেকে নিয়ে আয় । মনোরম ঘরে ঢুকিতেই বিরক্তির স্বরে বলিল, এত রাত পৰ্য্যস্ত ঘুটের মালসী ঘরে ? বলি এখানে মাহৰ শোবে না এটা গোয়fল ? নিয়ে যাও সরিয়ে । মনোরম বলিল, তা কি করব বল । ও দিলে তবুও মশা একটু কমে, নইলে শোয়া যায় ! একদিন ধোয় না দিলে মশায় টেনে নিয়ে যায় যে ! অন্ত কি উপায় আছে দেখিয়ে দাও না । স্ত্রীর এই কথার মধ্যে তাহার মশারি কিনিবার অক্ষমতার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিতের অস্তিত্ব জহুমান করিয়া বিপিন জলিয়া উঠিল । বলিল, উপায় কি আছে, না আছে, এখন দেখবার সময় নয়। তুমি দয়া ক’রে মালসাটা সরিয়ে নিয়ে যাবে ? মনোরম আর বাক্যব্যয় না করিয়া বিবাদের হেতুভূও দ্রব্যটিকে ঘরের বাহিরে লহয়। গেল। সে একটা ব্যাপার আজ কয়েকদিন ধf৪য়া বুঝবার চেষ্টা করিতেছে । পলাশপুরে চাকরি হইবার পর হইতেই স্বামীর কেমন যেন রুক্ষ মেজাজ, আগে তাহার নানারকম বদখেয়াল BBS BBBB BBBS BBBSBBB BBBB mmmBB BBS BB BBBBBS BBB BB BB করিত, তখন সে গুনিয়! যাইত, মৃদ্ধ প্রতিবাদ করিত, দোষক্ষালনের চেষ্টা করিত, কিন্তু রাগিত না, বরং ভয়ে ভয়ে থাকিত । আজকাল হইয়াছে উন্ট। মনোরম কিছু করিলেও দোষ, না করিলেও দোষ । বিপিন খেন তাহার সব কিছুতেই দোষ দেখে । সামান্ত ছুতা ধরিয়া বা-তা বলে। কেন ষে এমন হইল, তাহা মনোরম ভাবিয়া পায় না।