পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ২১৫ হষ্টয়া উঠিয়াছে মনোরমার মস্ত সমস্যা। আজ সাহস করিয়া মনোরম কথাটা বিপিনের কাছে পাডিলে ভাবিয়া বলিল, শোন, একটা কথা বলি । বিপিনের মেজাজ ভাল ছিল না । বিকুকির স্বরে বলিক, কি কথা ? মনোরম ভয় পাইল। বিপিনের মেজাজ সে খুব ভালই বোঝে। আজ এষ্টমাত্র সন্ধ্যাবেল তো আগুনের মালসী লড়য়া একপালা হইয়া গিয়াছে, থাক গে, কাল কি পরশু কি আর একদিন STB BBBB BBS BBBB BBBBB BBB BBB BBBB BB BB S BB BBB দরকার নাই Y 8 কিন্তু পরদিনই একটা ঘটনায় মনোরমার সন্দেহ বাডিয়া গেল। সন্ধ্যার কিছু পরে তাহার হঠাৎ মনে পড়িল, ছাদে একখানা র্কাথা রোদে দিয়াছিল, তুলিতে ভুলিয়াছে। সিড়ি দিয়া উপরে উঠবার সময়ে সিড়ির পাশের ঘুলঘুলি দিয়া দেখিল, বাউীর পাশে কাঠালতলায় কে যেন দাড়াইয়া আছে। চোথের ভূল ভাবিয়া সে সরাসরি উপরে উঠিয়া গেল এবং ছাদের আলিসা হইতে কঁাথfখানা লইয়া ৰথল নীচে নামিতেছে, তখন মনে কষ্টল, চিলে-কোঠার জাভালে যেন কিসের শব্দ হইল। মনোরম ঘুরিয়া গিয দেখিল, চিলে-কোঠার আডালে তাহার দিকে BBBB BBBS BBDDS BBB BBS ttB BB BB BBBB BB BBBS BBB S BBBB পায়ের শব্দে বীণা চমকিয়া পিছন দিকে চাহিল। মনোরম বলিল, বীণা-ঠাকুরকি এখানে দাডিয়ে একলাটি ? বীণা নীরস করে বলিল, ই্যা, এমনিই দাডিয়ে আছি । —এল নীচে নেমে । অন্ধকার সিডি, এর পর নামতে পারবে না । —খুব পারব। তুমি যাও, বড় অন্ধকার এখনও হয় নি। যাচ্ছি আমি । মনোরম সিড়ি দিয়া নামিতে নামিতে ঘুলঘুলি দিয়া কি জানি কেন একবার চাহিয়৷ দেখিল, এবং সঙ্গে সঙ্গে তাহার চোখে পডিল, বাড়ীর বাহিরের দিকের দেওয়াল ৰেষিয়া কে একজন আলশেওড়ার ঝোপের মধ্যে ওড়ি মারিয়া বসিয়া আছে । মনোরমার ভয় হইল। চোর বা কোন বদমাইশ লোক নিশ্চয়ই । সে কাঠের মত আড়ষ্ট হইয়। লোকটার দিকে চাছিয়া আছে, এমন সময় লোকটা উঠিয়া দাড়াইল । মনোরম দেখিল, সে পটল চাটুজে। পটল টের পায় নাই ষে মনোরম ঘুলঘুলি দিয়া চাঙ্গিয়া আছে, সে চাদের দিকে চোখ তুলিয়া একবার হাসিয়া নিয়ম্বরে বলিল, চললাম আজ, গন্ধো হয়ে গেল। কাল যেন দেখা পাই, কথা আছে। মনোরমার মাথা ঘুরিয়া গেল। এসব কি কাও । পটল চাটুজ্জের এরকম লুকাইয়া দেখা করিবার চেতৃ কি ? সন্ধ্যার অন্ধকারে মশার কামড়ের মধ্যে শেওড়াবনে গুডি মারিয়া লুকাইয়া