পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার २२७ বিপিন কহিল, তোর সঙ্গে একটা পরামর্শ করি মানী, নইলে আর কীর সঙ্গেই বা করব ! বলাইকে নিয়ে বড় বিপদে পড়ে গিয়েছি, ওর অস্থখ আবার বেড়েছে, এদিকে এই তো অবস্থা, বাড়ীতে থাকলে কুপথ্যি করে, কারও কথা শোনে না। কি করি বলতে, এমন দুর্ভাবনা হয়েছে ওর জন্তে এই যে আসতে দেরি হয়ে গেল বাড়ী থেকে, সে ওরই অসুখ বাড়ল ব'লে। নইলে তোর কাছে যা কথা দিয়ে গিয়েছিলাম, তার আগেই আসতাম। বলাইয়ের অস্বথের ভাবনা বিপিনের মনে যেন পাথরের বোঝা চাপাইয়া রাখিয়া দিয়াছে সব সময়, মানীর কাছে সে বোঝা কিছুক্ষণের জন্য নামাইয়া ও মুখ ! মানীকে সে মনে মনে বুদ্ধিমতী শিক্ষিত মেয়ে বলিয়। শ্রদ্ধা করে, অস্তত সে মানীর চেয়ে বেশী বুদ্ধিমতী ও শিক্ষিতা মেয়ে কখনও দেখে নাই, সেইজন্য মানৗ কি পরামর্শ দেয় শুনিবার নিমিত্ত বিপিন উৎসুক হইল। মানী বলিল, ওকে তো সেবার হাসপাতাল থেকে নিয়ে গেলে, হাসপাতালে আবার নিয়ে এস না । —হাসপাতালের বড় সাহেবের সঙ্গে দেখা করেছিলুম, তার ওকে হাসপাতালে রাখতে চায় না। বলে, ও রুগী হাসপাতালে রেখে উপকার হবে না । মানা একটু ভাবিয়া বলিল, তা হ’লে কি জান, আমার দেওরকে না হয় একখান। চিঠি লিখি । বীজপুরে রেলের হাসপাতাল আছে, সেখানে যদি কোন বন্দোবস্ত করা যায়, দেণ্ডর তে৷ ওখানে ডাক্তার | কালই চিঠি লিখব। এই সময় বাড়ীর মধ্যে অনাদিবাবুর গলা শোনা গেল । তিনি ঘুম হইতে উঠিয়া দোতলার বারান্দায় কাহার সঙ্গে কথা কহতেছেন । মানী বলিল, ওই বাবা উঠেছেন, আমি আসি, চা এখুনি পাঠিয়ে দিচ্ছি, আর বইগুলো পড়তে হবে আর আমাকে বলতে হবে সব কথা, যেন ভুলে cধও না । বিপিন হাসিয়া ব্যঙ্গের স্বরে বলিল, ওরে আমার মাস্টারণী রে ! —বাজে কথা ব’ল না বিপিনঙ্গা, ব’লে দিচ্ছি। আর ডাক্তাfর বইখানার কথা ধেন খুব BBB BB BBS BBB BBB BBBB BSBBS BSB BBBS BBB BBBB BB BBB করবে ? BBB BBB BBBB BB BBBS B BBBBB BDD BBBD gg BB BD DBS কথার খই ফুটিতেছে মুখে । বলিল, দাড়া মানী, একটা কথা, তুই ব্ৰেহ্মসমাজের মত বক্তৃতা ধিবি নাকি ? কলকাতায় গিয়ে দেখছি মাচুধ হয়ে গেলি । SDBB BB BBS BB B BB BBBB BBBBS BB BBB BBS B BB কোন কথা আছে ? —ইয়ে, তুই আর কতদিন আছিল এখানে ? —ঠিক নেই। যতদিন ওরা রাখে—ওদের মজ্জি। কেন ? BBB BB BBBB BBtt gggS BBB gg Bg gEDtg ggg S g BD বলছিলাম ।