পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার २२१ এস, ওই পি'ড়িখানা পেতে দে তো ভাই । হাবুর দিদিমা পিড়ি পাতিয়া দিল । সে-ই সঙ্গে করিয়া আনিয়াছে বিপিনকে । বিপিন বলিল, দেখি হাতখানা, জর হয়েছে, তা আমায় আগে জানাও নি কেন ? আজ গিয়ে হাবুর দিদিম বললে, তাই জানতে পারলাম । —তুমি বাস ব’ল, ভাল হয়ে ব’স । আমার কথা বাদ দাও, অমুখ লেগেই আছে। বয়েস হয়েছে, এখন এই রকম ক’রে ষে কদিন যায় । বিপিন হাত দেখিয়া বুঝিল, জর খুব বেশি । মনে মনে ভাবিল, কি ভুলই হয়েছে ! একটা থার্মোমিটার না পেলে কি জর দেখা যায় ; একদিন রাণাঘাট গিয়ে একটা থার্মোমিটার আনতেই হবে, নইলে রোগী দেখা চলবে না । বিপিন হাবুর দিদিমাকে বলিল, একটা শিশি নিয়ে চল, ওষুধ দিচ্ছি। কামিনী আশ্চৰ্য্য হইয়া বলিল, তুমি ওষুধ দেবে কোথা থেকে ? বিপিন হাসিয়া বলিল, বা রে, তুমি বুঝি জান না, আমি ডাক্তারি করি যে আজকাল । কামিনী কথাটা বিশ্বাস করিল না । বলিল, আহ, কেবল পাগলামি আর খেয়াল । হাবুর দিদিমা শিশি ধুইতে বাহিরে গিয়াছিল, এই স্বযোগে কামিনী বলিল, স’রে এসে ব’স কাছে । বিপিন মলিন কঁথি-পাত বিছানার একপাশে বসিল । কামিনী সস্নেহে তাহার গায়ে হাত বুলাইয়া বলিল, চিরকালটা একরকম গেল। কামিনী আড়ালে আবডালে ষে তাহার সহিত মাতৃবৎ ব্যবহার করে, ইহা বিপিনের অনেকদিন হইতেই জানা আছে। সেও হাপিয়া বলিল, না, সত্যি বলছি, আমি ডাক্তারি শিখছি । শুনবে তবে, কে আমায় ডাক্তারি শেখাচ্ছে ? আমাদের জমিদারের মেয়ে । কামিনী অবাক হইয়া বলিল, আমাদের বাবুর মেয়ে । সে আর কতটুকু, আমি তাকে দেখি নি যেন ! কর্তা থাকতে একবার দোলের সময় জমিদারবাবুদের বাড়ী গিয়েছিলাম, তখন সে খুকীকে দেখেছি, কৰ্ত্তামশায় তাকে দেখিয়ে বললেন, এই দেখ, আমাদের বাবুর মেয়ে। ওই এক মেয়েই তো ! কর্তা বলতেন— আচ্ছা, কর্তা ইদানীং একটু চোখে কম দেখতেন, না ? বিপিন দেখিল, বুড়ী তাহার বাবার কথা আনিয়া ফেলিয়াছে, হঠাৎ থামিবে না, এখন বাবার সম্বন্ধে বুড়ীর সঙ্গে আলাপ-আলোচনা করিবার মত মনের অবস্থা তাহার নাই। সে হাসিয়া বলিল, তুমি সে কতকাল আগে দেখেছিলে, তোমার খেয়াল আছে ? সে মেয়ে কি চিরকাল তেমনই খুকী থাকবে ? এখন তার বয়েস কুড়ি বাইশ। অনাদিবাবুদের বাড়ী দোল হ’ত আজকের কথা নয়, আমার ছেলেবেলার কথা । —বাবুর মেয়ের বিয়ে হয়েছে কোথায় ? —কলকাতায় এক উকিলের সঙ্গে । —ত সে মেয়ে তোমায় ডাক্তারি শেখাচ্ছে কেমন কথা ? সে ডাক্তারি জানলে কোষা থেকে ? @