পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ दिङ्कडि-मळनांवनौ সে লজ্জায় সঙ্কোচে বেডার সহিত মিশিয়া কোন রকমে উত্তর দিল, আমাদের ক্ষেত । —তুমি কি রসিক ঘোষের মেয়ে ? --ईT । —বেগুন কি বিক্রি কর তোমরা ? —না, এ খাবার বেগুন । —তোমার বাবা কোথায় ? —চিলেমারি দুধ আনতে গেছে । —G | নায়েববাবু চলিয়া গেলেন । তাহার বুক চিপ টিপ করিতেছিল। কপাল ঘামিয়া উঠিয়াছে। ভয় না লজ, কে জানে । বাড়ী আসিয়া দিদিমাকে (মা তাহার আগের বছর মারা গিয়াছিল ) বলিল, আইমা ওই বুঝি কাছারির নতুন নায়েব ? যাচ্ছিলেন এখান দিয়ে, আমার কাছে বেগুন দেখে বললেন, বেগুন বিক্রির ? কি জাত, আইমা ? তাহার দিদিমা বলিল, বামুন যে, তাও জান না পোড়ারমুখ মেয়ে ! চাইলেন কিনতে, বেগুন কটা দিয়ে দিলেই হ’ত । আমার তো মনে থাকে না, তোর বাবাকে বেগুন দিয়ে আসতে বলিল কাছারিতে। বামুন মাহব। এক চুপড়ি ভাল কচি বেগুন ও এক ঘটি দুধ সে-ই কাছারিতে দিয়া জাগিয়াছিল। পরদিন বিকেলবেল বাবার সঙ্গে গিয়াছিল। কিন্তু হায় ! সে প্ৰেমমুগ্ধা তরুণী পল্লীবালিকা আর নাই, সে স্বপুরুষ বিনোদ চাটুজে নায়েববাবুও আর নাই । অনেক কালের কথা এ সব । সেকালের কথা । 疊 壶 專 疊 বিপিন পড়িল মহা মুশকিলে । কামিনী যখন মারা গেল, তখন রাত দেড়টার কম নয়। মৃতদেহ ফেলিয়াই বা কোথায় সে যায় এখন ? বাধ্য হইয়া ভোর পর্য্যন্ত অপেক্ষা করিতেই হইল। বৃদ্ধার মৃতদেহ এ ভাবে ফেলিয়া সে যাইতে পারিবে না, মনে মনে সে মায়ের মতই ভালবাসিত কামিনীকে । ভোল্প DDS DD BBB BSBB BBB BBB BBS DDDD DDD BDDD DDDD S পাচু কাল অনেক রাত্রে রাণাঘাট হইতে কমলালেৰু লইয়া কিষ্টিয়াছিল, সকালে দিতে আসিতেছিল, পথে দেখা । তাহাকে পাঠাইয়া ওপাড়া হইতে গোয়ালার পুরোহিত বামনদাস DDBB BBBS B BB BBBB SLLLSBBDS D DDDDB DD DDD DDBB BS BBB জানে। কামিনীর আপনার বলিতে কেহ ছিল না, দূর সম্পর্কের এক বোনপো আছে রাণাঘাটে, তাহাকে খবর দিবার জন্ত লোক পাঠাইল । তাহাকে দিয়াই প্রাদ্ধ করাইতে হুইবে । সব কাজ শেষ করাইয়া দাহ করিতে বেলা একটা বাজিল । R