পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার २७१ কাছারি ফিরিয়া দেখিল, পলাশপুর হইতে জমিদারবাবুর পত্র লইয়া লোক আসিয়া বসিয়া আছে । নানা রকমের কাজের তাগাদ চিঠির মধ্যে, বিশেষ করিয়া টাকার তাগাদ্ধা—ত্রিশটি টাকা এই লোকের হাতে যেন আজই পাঠানো হয় । লোকটাকে বিপিন বলিল, আজ কাছারিতে থাক । এখন টাকা অবেলায় কোথায় পাব ? কাল যাবে। দেখি, নরহরি দ্বাসকে বলে । লোকটা আর একখানি ক্ষুদ্র খামের চিঠি বাহির করিয়া বিপিনের হাতে দিয়া বলিল, মনে ছেল না নায়েববাবু, দিদিমণি এই চিঠিখানা আপনাকে দিতে বলেছেলেন। আমি যখন আসি, খিড়কি-দোরের পথে এসে দিয়ে গেলেন । মানীর চিঠি । কখনও তো সে বিপিনকে চিঠি দেয় নাই ! কি লিখিয়াছে মানী ? বিপিন নিজেকে সামলাইয়া লইয়া যতদূর সম্ভব উদাসীন মুখে বলিল, ও, বোধ হয় বড় মাছ চাই ! বাবাকে লুকিয়ে মাঝে মাঝে মাছ চেয়ে পাঠায় বটে। আচ্ছা, তুমি ততক্ষণ বিশ্রাম ॐब्द ! বাদামতলায় দাড়াইয়া মানীর চিঠি খুলিয়া পড়িল । ছোট্ট চিঠি । লেখা আছে— “বিপিনদী, প্ৰণাম নেবে। অনেকদিন গিয়েছ, আদায়পত্র কেমন হচ্ছে । নায়েবি কাজের যেন গলদ না হয়, তাগাদপত্র ঠিকমত হচ্ছে তো ? নইলে কৈফিয়ৎ তলব করব, মনে থাকে বেন। আমিও জমিদারের মেয়ে । আর একটি বিশেষ কথা । আমি এই মাসেই চ'লে যাব, আমার ছোট দেওরের বিয়ের হঠাৎ ঠিক হয়েছে। যাবার জাগে তুমি অবিপ্তি একবার এসে আমার সঙ্গে দেখা করে ধীৰে। একবার এসেই না হয় চলে ৰেও, কিন্তু আসাই চাই। আবার কবে আসব, তার ঠিকানা নেই। চিঠির কথা কাউকে ব’ল না। ইতি— মানী" পরদিন জনাদিবাবুৰ লোক বিপিনের একখানা চিঠি লইয়া চলিয়া গেল, তাহাতে বিপিন লিখিল, টাকা জাম্বায় হইলেই কাল কিংবা পরস্ত নাগাত সে নিজে লইয়া বাইতেছে। মানীয় সঙ্গে দেখা করিবার এই উত্তম স্থৰোগ । DD DDDS BDDBB BBB DDD BBB BDDD DD DD S DDDD রাজি, জ্যোৎস্না উঠিৰায় দেরি আছে। * BDDD DD BBBBB BBB BBDD BBBB DDBBBS BBD DDBB BBB i ७कछि ८षाणं★ख हिछ एऐब्रां cनण छिब्रकांरणञ्च जछ ।