পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ૨BA) —বাড়ীতে কে কে আছেন ? —গিনীমা আছেন, দিদিমণি আছেন। দিদিমণিকে নিতে আসবেন কিনা জামাইবাবু, তাই বাবু বলছিলেন আপনার নাম ক’রে, আপনি এই সময় টাকা নিয়ে এসে পড়লে ভাল হয়, খরচপত্তর আছে । —ও। ত এর মধ্যে আসবেন বুঝি ? —আজ্ঞে, পরশু বুধবারে তো শুনছিলাম আসবেন। —বেশ বেশ, খুব ভাল কথা । জামাইবাবুর সঙ্গে দেখাটা হয়ে যাবে এখন এই সময় তা হ’লে । তুই যা দিকি বাড়ীর মধ্যে। গিল্পীমাকে বল, আমি এসেছি। আর আমার সঙ্গে টাকা রয়েছে কিনা। সেগুলো কি তার হাতে দোব, না বাবু এলে বাবুকে মোৰ, জিজ্ঞেস ক’রে আয় । খামহরি বাড়ীর মধ্যে ঢুকিবার একটু পরেই স্থানীয় পুরোহিত বটুকনাথ ভট্টাচাৰ্য্য জালিয়৷ হাজির হইলেন। তিনি বৈঠকখানায় উকি দিয়া বলিলেন, কে ব’সে ? বিপিন ? বাৰু - ץ זחאןco বিপিন আশা করিতেছিল এই সময় অনাদিবাবু বাড়ী নাই, মানী তাহার আসিবার খবর শুনিয়া বৈঠকখানায় আসিতে পারে। কিন্তু মানীর পরিবৰ্ত্তে বৃদ্ধ বটুক ভটচাজকে দেখিয়া বিপিনের সর্বশরীর জলিয়া গেল । মুখে বলিল, আমুন ভটচাজ মশাই, বাবু নেই, রাণাঘাটে গিয়েছেন মামলার তদারক করতে। কখন আসবেন ঠিক নেই, আজ বোধ হয় আসবেন না। এই উত্তর শুনিয়া বুড়া চলিয়া যাইবে এই আশা করাই স্বাভাবিক, কিন্তু তাহা না গিয়া সে দিব্য জাকিয়া বসিয়া গেল। বিপিন প্রমাদ গণিল, বৃদ্ধ অত্যন্ত বকবক করে সে জানে, বকুনি পাইলে উঠতে চায় নী—মাটি করিল দেখিতেছি! বাহিরের ঘরে অন্য লোকের গলার আওয়াজ পাইলে মানী সেখানে পা দিবে না। অনাদিবাবু বাড়ী নাই—এমন ঘটনা কচিৎ ঘটে, সাধারণত তিনি কোথাও বাহির হন না। মানীও চলিয়া যাইতেছে, এমন একটা স্ববর্ণ-সুযোগ যদি বা ঘটিল তাহার সহিত মির্জনে দুইটা কথা বলিবার, তাহাও যাইতে বসিয়াছে। বটুক ভটচাজ বলিল, মামলা ? কিসের মামলা ? বিপিন উদাস নিস্পৃহ স্বরে বলিল, আজ্ঞে তা ঠিক বলতে পারছি না। শুনলাম, উকিল স্বরেনবাবু চিঠি লিখেছিলেন। —ম্বরেন উকিল ? কোন স্বরেন ? স্বরেন মুখুজ্জে ? —আজ্ঞে না, স্বরেন তরফদার। —কালী তরফদারের ছেলে ? স্বরেন আবার কি হে ! ওকে আমরা পটলা ব’লে জানি । ছেলেবেলা থেকে ওদের বাড়ীতে আমার যাতায়াত, অবিশুি আমি ক্রিয়াকৰ্ম্ম কখনও করি নি ওদের বাড়ী। শূত্ৰৰাজক হতে পারতাম বনি, তা হলে আজ এ দুর্দশ ঘটত না। কিন্তু আমার কর্তা মশায়ের নিষেধ আছে। তিনি মরবার সময় বলে গিয়েছিলেন, ونلاساسية ،ة .ft