পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૭ विङ्कडि-ब्रध्नायजौ বিছুটিবনের আগাছায় জঙ্গলের মধ্যে, সাপে খায় কি ব্যাণ্ডে খায়, সন্ধ্যার অন্ধকারে ভূতের মত দাড়াইয়া থাকে নাই কখনো—কাঙালের মত, একটুখানি মিষ্ট কথার প্রত্যাশী হইয়া— বিশেষ করিয়া যখন সে তাচ্ছিল্য দেখাইয়াছে, সামনে বাহির হয় নাই, কথা কয় নাই— তাহার পরেও,—এক পটল-স্ব ছাড়া । * . পটল মিনতির স্বরে বলিল—কেন এমন করে তাড়িয়ে দেবে, বীণা ? আমি কি করেছি বলে – —তুমি কিছু করেনি। কিন্তু তোমার সঙ্গে আমার কথাবার্তা আর চলবে না —কেন চলবে না বীণ ? — কেউ পছন্দ করে না। - কেউ মানে কে কে, শুনতে পাবো না ? —না—তা শুনে কি হবে ? ধরো আমার বাড়ীর লোক। আমি তো স্বাধীন নই— র্তারা যদি বারণ করেন, অসন্তুষ্ট হন, আমার তা করা উচিত নয় । —তুমি আমায় ভালবাসো না ? বীণা চুপ করিয়া বসিয়া রহিল। —আমার কথার উত্তর দাও, বীণা ! —আচ্ছা পটল-দা, ও কথার উত্তর শুনে লাভই বা কি ? আমার আর তোমার সঙ্গে দেখা করা চলবে না। তুমি কিছু মনে কোরো না পটল-দা, এখন বাড়ী যাও, লোকে কি মনে করবে বলে তো। সন্ধ্যেবেলা এখানে দাড়িয়ে আমার সঙ্গে কথা বলছ দেখলে বৌদি এখুনি ছাদের ওপর আসবে, তুমি যাও এখন। —আচ্ছা এখন যাচ্ছি, কাল আসবো ? 一可1日 —পরস্ত আসব ? -नीं । —কবে আসবে, আচ্ছা তুমিই বল বীণা। —দুকানোদিন না। কেন আমায় এসব কথা বলাচ্ছ পটল-মা ? আমি এক কথার ৰাক্ষষ—ষা বলেছি, তা বলেছি। এখন যাও । —তাড়াবার জন্যে অত ব্যস্ত কেন বীণা, যাবোই তো, থাকতে আসিনি। বেশ তাই যদি তোমার ইচ্ছে হয় তবে চল্লাম—এ-ও বলে রাখছি, জীবনে আর কখনও আমায় দেখতে পাবে না । —না পাই না পাবো, তা আর কি হবে ? না পটল-দা, আর বকিও না, কথায় কথা বাড়ে, আমি নীচে নেবে যাই, বৌদিদি কি মনে করবে—কতক্ষণ ছাদের ওপর এসেছি। পটল আর কোনো কথা না বলিয়া চলিয়া গেল। কিন্তু বীণা যেমন সিড়ির মুখে "নামিতে যাইবে দেখিল অন্ধকারের মধ্যে মনোরমা দাড়াইয়া আছে। বৌদিদির ভাব দেখিয়া