পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৬ বিভূতি-রচনা লীি —কত লাগবে বাৰু ? বন্ধুবাবু বা বলে দেবেন তাই দেব। --ম্বন্ধুবাবুর সঙ্গে আমার কি সম্পর্ক ? তিনটাকা ফি দিতে পারবে ? —ই বাবু, চলুন, তিনডে টাকাই দেবাহ। মনিস্কি আগে, ন টাকা আগে ? এত সহজে লোকটী রাজী হইবে, বিপিন ভাবে নাই। বিপদ তো ঘাড়ে চাপিয়া বসিল দেখা যাইতেছে। বলিল, গাড়ী নিয়ে আসতে হবে কিন্তু। হেঁটে যাব না। o রোগীর বাড়ী পৌছিয়া বিপিন দেখিল বাহিরের ঘরে একজন রোগা মত প্রৌঢ় লোক বসিয়া বিড়ি টানিতেছে, গায়ে কালো সার্জের কোট ও সাদা চাদর, পায়ে কেম্বিসের ফিতা-জাট জুতা। বুঝিল ইনিই যদু ডাক্তার। বিপিনের বুকের মধ্যে চিপ টিপ করিতে লাগিল । প্রৌঢ় লোকটি হাসিয়া কালে দাতগুলি বাহির করিয়া বলিল, আম্বন ডাক্তারবাৰু, জাহন, নমস্কার। এসেছেন এ দেশে যখন তখন দেখা একদিন না একদিন হবেই ভেবে রেখেছি। বন্ধন। বিপিন নমস্কার করিয়া বসিল। পাড়াগায়ের চাষী লোকের বাহিরের ঘর, অন্তঃপুর যেদিকে, সেদিকে কেবল মাটির দেওয়াল, অন্য কোন দিকে দেওয়াল নাই। নতুন ডাক্তারবাবুকে দেখিবার জন্য বহু ছেলেমেয়ে ও কৌতুহলী লোক উঠানে জড় হইয়াছে। এতগুলি লোকের কৌতুহলী দৃষ্টির কেন্দ্রস্বরূপ হওয়াতে বিপিন রীতিমত অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু ইহাও সে বুঝিল আজ যদি সে জয়ী হইয়া ফেরে, তবে তাহার নাম ও শসার আজ হইতেই এ অঞ্চলে স্বপ্রতিষ্ঠিত হইয়া যাইবে । জিতিতেই হইবে তাহাকে যে করিয়াই হউক । যন্ধু ডাক্তার বলিল, আপনার পড়াশুনা কোথায় ? বিপিন একটা জিনিস লক্ষ্য করিয়াছিল যদু ডাক্তার সম্পর্কে, লোকটা শিক্ষিত নয়। বিপিন মামলা মোকদ্দমা সম্পর্কে রাণাঘাটে অনেক উকীল মোক্তারের সঙ্গে মিশিয়াছে, তাহাদের কথাবাৰ্ত্তার স্বর ও ধরণ অন্য রকম। সে চশমার ভিতর দিয়া যেন সম্মুখের নারিকেল গাছের মাথার দিকে চাহিয়া আছে এমন ভাবে চশমাস্বদ্ধ নাকের ডগাটি খুব উচু করিয়া বেপরোয় ভাবে বলিল, ক্যাম্বেল মেডিকেল স্কুলে। —ও ! কোন বছর পাশ করেছেন ? -वांछ ऊिन तल्लद्र ट्'ल । —এদিকে কতদূর পড়াশুনা করেছিলেন ? লোকটা নিতান্ত গেয়ে বটে। ভাল লেখাপড়া জানা লোকে এসব কথা প্রথম পরিচয়ের সময় জিজ্ঞাসা করে না। মানীদের বাড়ী সে এতকাল বৃথাই কাটায় নাই। সে খুব চালের সহিত বলিল, আই এসসি পাশ করে ক্যাম্বেল স্কুলে ঢুকি। ৰছ ভাক্তার ষেন বেশ একটু ঘাবড়াইয়া গেল। বলিল, তা বেশ বেশ । বিপিন মানীর প্রদত্ত ডাক্তারি বইগুলি পড়িয়া এটুকু বুঝিয়াছিল রোগ নির্ণয় জিনিসটা বড়