পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ՀԳծ —শোনো, জামার বাক্সটা নিয়ে চল, পাচ টাকা দিতে হবে কিন্তু— - চলেন বাৰু আপুনি। বন্ধুবাবু বা বলে দেবেন, তাই পাবেন। রোগীর বাড়ীতে পৌঁছিয়া গৃহস্থের সাধারণ অবস্থা দেখিয়া বিপিন ভাবিল, ইহাঙ্গের নিকট হইতে পাচ টাকা তো দূরের কথা, এক টাকা কি আট আনা পয়সা লইতেও বাধে। যত্ন ডাক্তার বলিল, তালাইন দেওয়ার ব্যবস্থা করতে হয়, বিপিনবাবু। রোগীর ব্যাপার খুব স্ববিধা নয়, বিপিন নাড়ী দেখিয়া বুঝিল। বলিল, এ তো শেষ হয়ে এসেছে বন্ধুবাবু। এরকম ঘাম হচ্ছে, নাড়ী নেমে যাচ্ছে, কতক্ষণ টিকৃবে ? বছ ডাক্তার বিপিনের অপেক্ষা অনেক অভিজ্ঞ লোক। সে আজ আট দশ বৎসর এই অঞ্চলে বহু রোগী ও বহু প্রকার রোগের অবস্থা দেখিয়া আসিতেছে। সে বলিল, তালাইন দিন আপনি -টিকে যেতে পারে। বিপিনের জিদ চাপিয়া গেল। সে বলিল, মুন জলে গুলে ওর শির কেটে ঢুকিয়ে দিতে হবে। অন্য কিছু ব্যবস্থা নেই। কিন্তু রোগী তার মধ্যে মারা না যায়— আপনি শির কেটে কুনজল ঢোকান, আমি ওর মধ্যে নেই। বিপিন অসীম সাহসী মাচুষ। যে আস্বরিক চিকিৎসা করিতে অভিজ্ঞ পাস-করা ভাক্তার ভয় খাইত, বিপিন তাহ অনায়াসে বুক ঠুকিয়া করিয়া ফেলিল । বছ বিপিনের কাও দেখিয়া ভয় খাইয়া বলিল—কত সি. সি. দেবেন বিপিন বাৰু ? —সি. সি.-ফি. পি. কি মশাই এতে ? বাংলা মুনগোলা জল, তার আবার সি. সি.। দেখুন আমি কি করি, আপনি যখন হাত দিচ্ছেন না। এ পল্লীগ্রামের কোনো লোক এ ধরণের কাগু দেখে নাই, ঘরের দোরের কাছে ভিড় করিয়া দাড়াইয়া সবাই বিপিনের ক্রিয়াকলাপ দেখিতে লাগিল । হঠাৎ রোগী একেবারে অসাড় হইয়া পড়িল । বছ ডাক্তার বলিল, বিপিনবাবু, হয়ে গেল বোধ হয়। —হয় নি। ভয় খাবেন না— বিপিনের কথা কেহ বিশ্বাস করিল না। বাড়ীতে কান্নাকাটি পড়িয়া গেল। বিপিন হৃদযন্ত্রের ক্রিয়া সতেজ রাখিবার জন্য একটা ইন্‌জেকৃশন করিল, বহু ডাক্তারের বারণ শুনিল না। যদু বলিল, আপনি বা হয় করুন বিপিনবাবু, আমায় যেন এর পরে কেউ দোষ না দেয় তা বলে রাখছি । বিপিন বলিল, যদুবাৰু, সব সময় বই পড়ে ডাক্তারি চলে না, অন্ধকারে লাফিয়ে পড়তে হয়। বঁাচে না বঁাচে রোগী—আমার যা ভাল মনে হচ্ছে, তা করে ধাবো। বছ ভাক্তার বাহিরে চলিয়া গেল । রোগী আর নাই বলিলেই হয়। কান্নাকাটি বেজায় বাড়িয়াছে স্বরের বাহিরে । বিপিন चांब्र फूबांब्र हेन्जकूलन कब्रिज, cब्रांशैद्र बिछांनाञ्च गां* शंफ़िग़ा cन ७कऎe नफिल ना ।