পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার Հե Ֆ বিপিন বলিল তা হোক, বহুবাৰু। আমি ডাক্তারি করছি শুধুই কি নিজের জন্তে, অপরের দিকটাও দেখি একটু। আচ্ছা ৰাই, আজ হাটবার। ডাক্তারখানা খুলি গিয়ে ওখানে। লোক এসে ফিরে যাবে। বিপিন ভিজিট লইবে কি, মানীর কথা এসময় অনবরত মনে পড়িতেছে। মানী তাহাকে এ পথে নামাইয়াছে, যদি সে কোন গরীব রোগীর প্রাণ দান দিয়া থাকে তবে তাহার বাপমায়ের আশীৰ্ব্বাদ মানীর উপর গিয়া পড়ুক । মানীর লাভ হউক। এই অতি দুরবস্থাগ্রস্ত রোগীর নিকট সে মোচড় দিয়া টাকা আদায় করিলে মানীর স্মৃতির সম্মান ঠিকমত বজায় রাখা হইত না । কাপাসডাঙার হাটতলায় যখন সে ফিরিয়া আসিল তখন বেলা পড়িয়া আসিয়াছে। আজ এখানকার হাটবার, পাড়াগায়ের ছোট হাট, সবস্থদ্ধ একশো কি দেড়শো লোক জমিয়াছে, খুচরা ঔষধ কিছু কিছু বিক্রয় হইয়া থাকে। কুমড়া বেগুন বিক্রয় করিয়া যে যেখানে চলিয়া গেল। বিপিন ডাক্তারখানা বন্ধ করিয়া পাশে বিষ্ণু নাথের মুর্দীর দোকানে হ্যারিকেন লণ্ঠনটি ধরাইতে গেল। বিষ্ণু খরিদ্ধারকে খৈল আর ক্রাসিন তৈল মাপিয়া দিতেছে। বিপিন বলিল, বিষ্ণু, বাড়ী যাবে না ? বিষ্ণু বলিল, আমার এখনও অনেক দেরি ডাক্তারবাৰু। এখন তবিল মেলাবো, কালকের তাগাদার ফর্দ তৈরী করবো, আপনি যান। হ্যা ভাল কথা, আপনার যে ভারি স্বখ্যাত শোনলাম । —কে করলে স্বখ্যাত । —ওই সবাই বলাবলি করছিল। আজ কোথায় রুগী দেখে এলেন, তাকে নাকি শির কেটে জনগোলা জল ঢুকিয়ে কলেরার রুগী একেবারে বাচিয়ে চাঙ্গ করে দিয়ে এসেছেন, এই সব কথা বলছিল। সবারই মুখে ঐ এক কথা । যাহারা প্রশংসা চিরকাল পাইয়া আসিতেছে, তাহারা জানে না জীবনে কত লোক আদৌ কখনো ও জিনিসটার আস্বাদ পায়ই না। বিপিনকে ভাল বলিয়াছিল কেবল একজন, সে গেল অন্য ধরণের ব্যাপার। কাজ করিয়া অনাদিবাবুর স্বখ্যাতি সে কোনোদিনই অর্জন করিতে পারে নাই। এই প্রথম লোকে অযাচিতভাবে তাঁহার কাজকে ভাল বলিতেছে, তাহার ব্যক্তিত্বকে সম্মান দিতেছে, মানুষের জীবনে এ অতি মূল্যবান ঘটনা। বিষ্ণু আরও বলিল, ডাক্তারবাৰু, আপনি নাকি ওরা গরীব বলে এক পয়সা নেন নি ? সবাই বলছিল, কি দয়ার শরীর ! মানুষ না দেবতা! গরীব বলে শুধু একটা ভাব খেয়ে চলে এলেন বাবু। হ্যারিকেন লণ্ঠনটা জালিয়া দুধারের ঘন বনের ভিতরকার স্বাড়িপথ বাহিয়া বিপিন প্রায় দেড় মাইল দূর রামনিধি দত্তের বাড়ী ফিরিল।. দত্ত মহাশয় চণ্ডীমণ্ডপেই বলিয়া বিষয়সংক্রাস্ত কাগজপত্র দেখিতেছিলেন। তক্তপোশের উপর মাছুর বিছানে!, সামনে কাঠের বাক্স, তাহার উপরে লণ্ঠন।