পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbヤ বিভূতি-রচনাবলী আলিপুর শ্ৰীচরণকমলেষু, সোমবার বিপিনদী, কতদিন তোমার সঙ্গে দেখা হয় নি। কাল শেয রাত্রে তোমাকে স্বপ্ন দেখেছি, যেন আমাদের বাড়ীর মাঝের ঘরের জানলার ধারে দাড়িণে তুমি আমার সঙ্গে কথা বলচে। মন ভারি খারাপ হয়ে গেল, তাই এই চিঠি লিখছি তোমার বাড়ীর ঠিকানায়। পাবে কিনা জানিনে । বিপিনদা, কত দিন সারারাত জেগেছি তোমার কথা ভেবে । সর্বদ। ভাবি, একট। কি যেন হারিয়েচি, আর কখনো পাবো না। যদি পলাশপুরের চাকুরী না ছাড়তে, তবে দেখা হওয়ার সম্ভাবনা থাকতো। আমি শ্বশুরবাড়ী এসে বাবার চিঠিতে জানলাম তুমি আর আমাদের ওখানে নেই। আমার কথা তুমি রাখলে না, আমি বলেছিলাম আমাকে না জানিয়ে চাকুরী ছেড়ে দিও না। কেনই বা রাখবে ? আমার সত্যিই জানতে ইচ্ছে করে, তুমি আমার জন্যে কখনও কোনো দিন এতটুকু ভাবে কি না। হয়তো ভুলে গিয়েচ এতদিনে। হয়তে। আমার এ চিঠি পাবেই না. যদি পাও, আমার কথা একটু মনে কোরো বিপিনদী । তুমি আজকাল কি করো, জানতে বড় ইচ্ছে হয়। আমার ঠিকানা দিলাম না, এ পত্রের উত্তর চাই না। কত বাধা জানো তো সবই। তুমি যদি আমায় একটুও মনে করে চিঠিখান পেয়ে, তাতেই আমার মুখ। আমার প্রণাম নিও। আশীব্বাদ করো, আর বেশী দিন না বাচি । ইতি-- g মানীخ% বিপিন চিঠিখানা পকেটে রাথিয়। ডিসপেনসারির ভাঙ্গ। চেয়ারে বসিয়া পড়িল, এ কি অসম্ভব কাণ্ড সম্ভব হইয়া গেল। মানী তাহাকে চিঠি লিখিবে, একথা কখনও কি সে ভাবিয়াছিল ? এতখানি মনে রাখিয়াছে তাহাকে সে । অনেক দিন পরেই বটে ৷ মানীর সঙ্গে কতকাল দেপা হয় নাই। আজ এই চিঠিখানার ভিতর দিয়া এতকাল পরে বহুদূরের মানীর সহিত আবার দেথা হইল। এতদিন কি নিঃসঙ্গ মনে করিয়াছে নিজেকে—সে নিঃসঙ্গত যেন হঠাৎ এক মুহূর্তে দূর হইয়া গেল। মানী তাহার জন্য ভাবে, আর কি চাই সংসারে ? মানী লিখিয়াছে, সে কি করিতেছে জানিবার তাহার বড়ই আগ্রহ। যদি বলিবার স্ববিধা থাকিত, তবে সে বলিত, মানী, কি করটি জানতে চেয়েচ, তুমি যে পথের সন্ধান আমায় দয়া করে দিয়েছিলে, সেই পথই ধরেচি। তোমাৱ মুখ দিয়ে যে কথা বেরিয়েছিল, তাকে সার্থক করে তুলবো আমি প্রাণপণে । তুমি যদি এসে দেখতে, এখানে ডাক্তারিতে আমি কেমন নাম করেচি, তা হোলে কত আনন্দ পেতাম আজ। কিন্তু তা যে হবার নয় । কোনো রকমে যদি সে কথাটা জানাতে পারতাম ! বাড়ী ফিরিতেই দত্ত মহাশয়ের মেয়েটি তখনি আসিল। বলিল, উঃ কত বেলা হয়ে গেল, আপনি কখন আর রান্না করবেন, কখনই বা খাবেন আর কখনই বা বেরুবেন ?