পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

We 8 বিভূতি-রচনাবলী শান্তি হাসিতে হাসিতে বলিল--"বাঃ, কোথায় কি! আমার যাবার জায়গা নেই! এখানে কি চিরকাল থাকবো ? বলেচি তো সেদিন আপনাকে । —ও ! শ্বশুরবাড়ী যাবে ? —ই, উনি আসবেন কাল সকালে । বিপিন চুপ করিয়া রহিল। দু একটা কথা যাহা সে কোকের মুখে বলিতে যাইতেছিল চাপিয়া গেল । মেয়েদের ভালবাসা লইয়া সে আর নাড়াচাড়া করিবে না। যাহা হইয়াছে যথেষ্ট । শাস্তি বিবাহিতা মেয়ে, তাহাকে সে কিছুই বলিবে না ওসব কথা । শেষ পৰ্য্যস্ত উভয় পক্ষই কষ্ট পায় ৷ না, উহার মধ্যে আর নয় । শাস্তি যেন একটু দুঃখিত হইল। সে যাহা বিপিনের মুখে শুনিবার আশা করিয়াছিল তাহা না শুনিতে গাইয়া যেন নিরাশ হইয়াছে। বলিল— এখন আর অনেক দিন আসবো না— বিপিন বলিল—কবে আসবে ? —তার কিছু কি ঠিক আছে ? তা বেশ, যখনই আসি, আসি আর নাই আসি, আপনার আর কি ! শান্তি এ ধরণের কথা কেন বলিতে আরম্ভ করিল হঠাৎ ! কি জবাব দিবে এ কথার সে ? তবুও বিপিন বলিল--না, আমার কিছু নয়, আমার কিছু নয়, তোমায় বলেচে ! আমার খাওয়ার মজাটা তো সকলের আগে নষ্ট হোল । —বৌদিদিদের বলে যাচ্চি, সে-সবের জন্য কিছু কষ্ট হবে না আপনার । তা বলে আর কোন কষ্ট রইল না-তো ? বলা চলিত এবং বলিতেও ইচ্ছা হইতেছিল, শান্তি তুমি চলে গেলে আমার এ জায়গা আর ভাল লাগবে না । দিনের মধ্যে সব সময় তোমার কথা মনে হবে । কেন আমায় আবার এ ভাবে জড়ালে শাস্তি ? বিপিন সে ধরণের কথার ধার দিয়াও গেল না। বলিল-- তা তোমাদের বাড়ী যত্ব যথেষ্টই পেয়ে আসছি, তোমাদের বাড়ীতে আশ্রয় না পেলে আমার এখানে ডাক্তারি করাই হোত না - শাস্তি মুখ ভার করিয়া বলিল—আপনার কেবল ওই সব কথা। কি করুচি আমরা ? আপনি ব্রাহ্মণ, আমরা আপনাকে আশ্রয় দিইচি—অমন কথা বুঝি লোকে বলে ? সত্যি, বলবেন না আর ও কথা । বলতে নেই। পরদিন শান্তির স্বামী আসিয়া তাহাকে লইয়া চলিয়া গেল। বিপিন ডিসপেনসারি হইতে ফিরিয়া দুপুরে নিজের ছোট্ট চালায় রাধিতে বসিয়াছে, শাস্তি সেখানে আসিয়া গলায় আঁচল দিয়া দুই পায়ের ধূলা লইয়া প্ৰণাম করিয়া বলিল—যাচ্চি। —যাচ বলতে নেই, বলতে হয় আসচি । —যদি আর না-ই আসি ? —বলতে নেই ও কথা । এসো, আসবে বৈ কি—