পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসায় Sedł —বলচেন আসতে তো ! তা হোলে আসবে, ঠিক আসবে। শাস্তি কথা শেষ করিয়া চলিয়া ঘাইতেছিল, বিপিনের মনে হঠাৎ বড় করুণ ও সহানুভূতি জাগিল ইহার উপর। যাইবার সময় একটা কথা শুনিয়া যদি সে খুশি হয়, আনন্দ পায় ! মুখের কথা তো; কেন এত কৃপণতা ! লে বলিল—তুমি চলে যাচ্চ, সত্যি, মনটা খারাপ হয়ে গেল বডড । শাস্তি বিদ্যুৎবেগে ফিরিয়া দাড়াইল, বিপিনের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া এক ধরনের অদ্ভুত ভঙ্গিতে বলিল –আপনার মন খারাপ হবে ? ছাই ! বিপিন অবাক হইয়া গেল শান্তির চমৎকার ফিরিবার ভঙ্গিটি দেখিয়া । সে উত্তর দিল—ছাই না, সত্য সত্য বলচি । শান্তি হাসিমুখে বলিল—আচ্ছা আসি। কথা শেষ করিয়া সে আর দাড়াইল না। পলকে প্রলয় ঘটাইয়া দিয়া গেল শান্তি । ইহাও ওই শান্ত মেয়েটির মধ্যে ছিল । বিপিন ভাবেও নাই কোন দিন। ওর এ অদ্ভুত নায়িকামূৰ্ত্তি এতদিন প্রচ্ছন্ন ছিল কেমন করিয়া ? মেয়েরা পারে—ওদের ক্ষমতার সীমা নাই । অবস্থাবিশেষে দশমহাবিদ্যার মত এক রূপ হইতে কটাক্ষে অন্য রূপ ধরিতে উহারাই পারে । BB BBB BB BBBS BBS BBS BBS DBB BBB S BD DBB BBD শাস্তি চা করিয়া আনিত সে ডাক্তারখানা হইতে ফিরিলেই। আজ সন্ধ্যায় আর কেহ আসিল না। দত্ত মহাশয়ের পুত্রবধুদের অত দায় পড়ে নাই। বিপিন নিজেই একটু চা করিয়া লইল । সংসারের ব্যাপারই এই, চিরদিন কেহ থাকে না । মানীকে দিয়াই সে জানে। জালে জড়াইৰ না বলিলেই কি না জড়াইয়া থাকা যায় ? কোথা হইতে আসিয়া যে জোটে ! সন্ধ্যায় উকুনে ইড়ি চড়াইয়া বিপিন রান্নাঘরের বাহিরে আসিয়া খানিক বসিল । বেশ জ্যোৎস্না উঠিয়াছে—তিন চার দিন আগেও শান্তি এ সময়টা তাহাকে চা দিতে আসিয়া গল্প করিয়াছে দাড়াইয়া দাড়াইয়া, রোজই করিত। আজ সত্যই ফাকা ঠেকিতেছে, কিছু ভাল লাগিতেছে না। নিজের মনের অবস্থা দেখিয়া সে নিজেই আশ্চৰ্য্য হইয়া গেল। শাস্তি তাহার কে? কেউ নয়, দুদিনের আলাপ-এই তো কিছুদিন আগেও সে ভাবিত, মানীর মত ভালবাসা জীবনে আর কাহারও সঙ্গে কখনো হইবার নয়—হুইবেও না। মানী ছাড়া আর কাহারও জন্ত মন খারাপ হইতে পারে—এ কথা কিছুদিন পূৰ্ব্বেও কেহ বলিলে সে কি বিশ্বাস করিত ? এখন সে দেখিয়া বুঝিতেছে মনের ব্যাপার বড়ই বিচিত্র, কেহই বলিতে পারে না কোন পথে কখন তাহার গতি । বৃদ্ধ দত্ত মহাশয় ঠাও লাগিবার ভয়ে আজকাল সন্ধ্যার পর বাহিরে আসেন না। আজ কি মনে করিয়া তিনি বিপিনের রান্নাঘরে আসিয়া পি ড়ি পাতিয়া বসিয়া খানিক গল্পগুজব করিলেন। শাস্তির কথাও একবার তুলিলেন, মেয়েটি আজ চলিয়া গেল। কন্যা-সন্তানের মত সেবা-ৰত্ন কে করে, পুত্রবধুরাও তো আছে, তেমনটি জায় কাহারও নিকট পাওয়া যায় না, ইত্যাদি ।

  • • s-وه .fR. M