পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ বিভূতি-রচনাবলী —বলি বদ্ধ বাড়ধ্যে টের পেলে কি করে হ্যা? —ও সব ঘুঘু লোক। ওদের কথা ছাড়ান দ্যাও । ক্রমে এ সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফৰ্ম্মে দেখা গেল রেলের তরফ হইতে একটি চমৎকার ঘর তৈয়ারী করিতেছে—আসবাবপত্র, আলমারি, টেবিল, চেয়ার দিয়া সেটি সাজানো হইবে, সে-সব কোম্পানী দিবে। এই সময় একদিন বদ্ধ বাড়ুষোকে হঠাৎ তাহদের গঘিরে আসিতে দেখিয়া বেচু ও পদ্মকি উভয়েই আশ্চৰ্য্য হইয়া গেল। যদু বঁড়িয্যে হোটেলওয়ালাদের মধ্যে সম্রাস্ত ব্যক্তি—কুলীন ব্রাহ্মণ, মাটিঘরার বিখ্যাত বাড়ুধ্যে-বংশের ছেলে । কখনও সে কারো দোকানে বা হোটেলে গিয়া হাউ-হাউ করিয়া বকে না—গম্ভীর মেজাজের মাচুষটি। বেচু চক্কত্তি যথেষ্ট খাতির করিয়া বলাইল। তামাক সাজিয়া হাতে দিল । ঘদ্ধ বাড়ধ্যে কিছুক্ষণ তামাক টানিয়া একমুখ ধোয়া ছাড়িয়া বলিল—তারপর এসেছি একটা কাজে, চকত্তি মশায় । হোটেল চলছে কেমন ? বেচু বলিল—আর তেমন নেই, বাড়ধ্যে মশায় । ভাবছি, তুলে দিয়ে আর কোথায়ও ষাই ! খদেরপত্তর নেই আর— —আপনার কাছে আমার আসার উদ্দেশু বলি। ইষ্টিশানে হোটেল হচ্ছে জানেন নিশ্চয়ই। আমি একটা টেণ্ডার দিই। শুনলাম আপনিও নাকি দিয়েছেন ? —হঁ্যা—তা—আমিও— —বেশ । বলি, শুস্থান । নৈহাটির একজন ভাটিয়া নাকি বডড তদ্বির করছে ওপরে— তারই হয়ে যাবে। মোট পয়সার কারবার হবে ওই হোটেলটা। আসাম মেল, শাস্তিপুর, বনগা, ডাউন চাটগা মেল—এসব প্যাসেঞ্জার খাবে।--ত ছাড়া থাউকে লোক খাবে। ভাল পয়সা হবে এতে। আম্বন আপনি আর আমি দু’জনে মিলে দরখাস্ত ধই যে রাণাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়াল, আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল । স্থানীয় হোটেলওয়ালার মিলে একসঙ্গে দরখাস্ত করেচে এতে জোর দাড়াবে আমাদের খুব। বেচু বুঝিল নিতাস্ত হাতের মুঠার বাহিরে চলিয়া যায় বলিয়াই আজ যদু বাড়ধ্যে তাহার গদিতে চুটিয়া আসিয়াছে-নতুবা ঘুঘু যদু কখনও লাভের ভাগাভাগিতে রাজী হইবার পাত্র নয়। বলিল—বেশ দরখাস্ত লিখিয়ে আমুন-আমি সই করে দেবো এখন। ষদ্ধ বাড়ধ্যে পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিল—আরে, সে কি বাকি আছে, সে অশ্বিনী উকীলকে দিয়ে মুসোবিদে করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি। আপনি এখানটায় সই করুন— যদু বাড়ুধ্যে সই লইয়া চলিয়া গেলে পদ্মবি আসিয়া বলিল—কি গা কৰ্ত্ত ? বেচু হাসিয়া বলল—কারে না পড়লে কি ঘুঘু যদু বাড়ধ্যে এখানে আসে কখনো ? সেই হোটেল নিয়ে এসেছিল । শুনবে ? BB BB BBBS BBBSBB BBS BBB BB BB DDS BBBBB BBKS