পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী ویه ۵) বিপিন বলিল—শাস্তি বড় ভাল মেয়েটি। —আমন চমৎকার সেবা আর কারো কাছে পাইনে ডাক্তারবাৰু। আমার এই বুড়ে বয়সে এক এক সময় সত্যই কষ্ট পাই সেবার অভাবে । কিন্তু ও এখানে থাকলে—আর ব্রাহ্মণের ওপর বড় ভক্তি। আপনার চাটুকু জলখাবারটুকু ঠিক সময়ে সব দেওয়া, সেদিকে খুব নজর। বাড়ীতে যদি কোন দিন ভাল কিছু খাবার তৈরি হয়েছে, তবে আগে আপনার জন্তে তুলে রেখে দিত। দত্ত মহাশয় উঠিয়া গেলে বিপিন খাইতে বসিবার উদ্যোগ করিল। এ সময়টা দু-একদিন শান্তি দালানের জানালায় দাড়াইয় তাহাকে ডাকিয়া বলিত, ও ডাক্তারবাৰু, একটু দুখ আজি বেশী হয়েছে আমাদের, আপনার খাওয়া হয়েছে. না— হয় নি ? নিয়ে আসবো ? মানী গেল, শাস্তি গেল। এই রকমই হয় । কেহ টিকিয়া থাকে না শেষ পৰ্য্যন্ত । २ পরদিন সকালে ডাক্তারখানায় আসিল ভাসানপোতা মাইনর স্কুলের সেই বিশ্বেশ্বর চক্রবর্তী। বিপিন তাহাকে দেখিয়া আশ্চৰ্য্য হইল। শেষবার যখন তাহার সঙ্গে দেখা, তখন মানীদের বাড়ী সে চাকুরী করে, মানীর গল্প করিয়াছিল ইহার কাছে। বিশ্বেশ্বর আক্ষেপ করিয়া বলিয়াছিল, তাহার অদৃষ্টে এ পর্য্যন্ত কোনো নারীর প্রেম জোটে নাই। বিশ্বেশ্বর কি করিয়া জানিল সে পিপলিপাড়ার হাটতলায় ডাক্তারখানা খুলিয়াছে। ৰিশ্বেশ্বর বলিল—আপনি খবর রাখেন না বিপিনবাবু, আমি আপনার সব খবর রাখি। আপনাদের গায়ের কৃষ্ণ চকোত্তির সঙ্গে প্রায়ই দেখা হয়—ভাসানপোতায় ওঁর বড়মেয়ের বিয়ে দিয়েচেন না ? তার মুখেই আপনার সব কথা শুনেচি। তা আপনার কাছে এসেচি একটা বড় দরকারী কাজে । আপনাকে একটি রুগী দেখতে এক জায়গায় যেতে হবে। বিপিন বলিল—কোথায় ? —এখান থেকে ক্রোশ দুই হবে-জেয়ালী-বল্লভপুর । —জেয়ালা-বল্লভপুর ? সে তো চাষা-গ। সেখানকাৱ লোককে আপনি জানলেন কি কয়ে ? কী আপনার চেনা ? বিশ্বেশ্বর কেমন যেন ইতস্ততঃ করিয়া বলিল-ই্য, তা জানা বই কি । চলুন একটু শীগগির করে তা হোলে । দুপুরের কিছু পূৰ্ব্বে দুজনে হাটিয়া উক্ত গ্রামে পৌঁছিল। বিপিন পূৰ্ব্বে এ গ্রামে কখনো জাগে নাই তবে জানিত জেয়ালার বিল এ অঞ্চলের খুব বড় বিল এবং গ্রামখানি বিলের পূর্ব পাড়ে। বিলের মাছ ধরিয়া জীবিকানিৰ্ব্বাহ করে এরূপ জেলে ও বাঙ্গী এবং কয়েক ঘর মুসলমান ছাড়া এ গ্রামে কোনো উচ্চবর্ণের বাস নাই।