পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার e২১ শাভি হাসিয়া বলিল-এখন নেয়ে ঘুরে নিন সৰ। আমি বাৰাকে নাইয়ে নি। শাস্তির শ্বশুর চোখে ভাল দেখিতে পান না, শাস্তি র্তাহাকে কি করিয়াই সেবা করিতেছে, দেখিয়া বিপিন মুগ্ধ হইল। মা যেমন অসহায় ছোট ছেলের সব কাজ নিজে করিয়া দেয়, সকল অভাব-অভিযোগের সমাধান নিজে করে, তেমনি করিয়া শাস্তি অসহায় বৃক্ষকে অকল দিক হইতে জাগুলির রাখিয়া দিয়াছে। অথচ সে বালিকার মত খুশি শহরে আসিয়াছে বলিয়া । সোনাতনপুরের মত অজ পাড়া BB BBBB BBS BBBBBB BBBD DD BBBSSSBBBB BBB BB DD শহর। এখানকার প্রত্যেক জিনিসটি তাহার কাছে অভিনব ঠেকিতেছে । সে চিরকাল সংসারে খাটিতেই জানে, কিন্তু বাহিরের আনন্দ কখনও পায় নাই—জীবনে বিশেষ কিছু দেখেও নাই, তাহার শ্বশুরবাড়ীর গ্রামে মনসাপূজার সময় মনসার ভাসান হয় প্রতি শ্রাবণ মাসে, বৎসরের মধ্যে এই দিনটিই তাহার কাছে পরম উৎসবের দিন। সাজিয়া গুজিয়া মনসাতলায় পাড়ার অন্তান্ত বৌঝিয়ের সঙ্গে সন্ধ্যাবেলা ভাসান শুনিতে যাইবে, এই আনজে প্রাবণ মালের পয়লা হইতে দিন গুনিত । তাহার মত মেয়ের রাণাঘাট শহরে আসিয়া অভ্যস্ত খুশি হইবারই কথা । শাস্তির খণ্ডর বিপিনকে বলিলেন--ভাক্তারবাৰু, এখানে টকি বায়োস্কোপ হয় তো ? বিপিনও পাড়াগায়ের লোক, সেও কখনো ওসব দেখে নাই—কিন্তু ইহাজের কাছে সে কলিকাতার পাশ-করা ডাক্তারবাবু, তাহাকে পাড়াগায়ের ভূত সাজিয়া থাকিলে চলিবে না। সে তখনই জবাব দিল—ও টকি ? হয় বৈকি, খুব হয়। —আপনি বৌমাকে নিয়ে গিয়ে একদিন দেখিয়ে আছন। আমার কখন কি দরকার হয়, গোপাল থাকুক। বৌমা কখনও জীবনে ওসব দেখেনি-বেচারী দেখুক একটু —কেন গোপালও তো দেখে নি—সে-ই যাক শাস্তিকে নিয়ে ? —গোপাল না থাকলে আমার কাজকৰ্ম্ম—আপনি ব্রাহ্মণ, আপনাকে দিয়ে ভো হবে না ভাক্তারবাবু, তারপর বৌমা আমার কাছে থাকলে—গোপাল একদিন যাবে এখন। শাস্তি রান্নাঘরে রান্না করিতেছে—গোপাল বলিয়া তরকারি কুটিতেছে, ৰিপিন গিয়া বলিল—শাস্তি, টকি ৰায়োস্কোপ দেখতে যাবে ? মিত্তির মশায় বললেন তোমাকে নিয়ে দেখিয়ে আনতে । শান্তি বালিকার মত উচ্ছসিত হইয়া বলিল—কোথায়, কোথায়, কখন হবে ? চলুন না, জাজই চলুন-কখন হয় সে ? আমি কখনো দেখিনি। আমার মেজ ননদের মুখে টঙ্কির গল্প শুনেছি, সেই থেকে ভারি ইচ্ছে আছে দেখবার। বিপিনও টকির খোজ বিশেষ কিছু জানে না—দুপুরের পর বাহির হইয়া সন্ধান করিয়া জানিল বড়বাজারে ফেরিফ্যান রোডের ধারে এক কোম্পানী কলিকাতা হইতে আসিয়া মাস छ्रे ऎकि cमथाहेरङरह-चञ्चकांब *ाणा 'नब्ररमक्ष यख', छोच्च जयद्र थांब्रख । বেলা চারিটার সময় সে শাস্তির খণ্ডরের ঔষধ কিনিতে ভাক্তারখানায় গেল—যাইবার د a-ـ وه .fR. H