পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ծ Ցց ৰিভূতি-রচনাবলী ৰাহিরের উঠানে কীৰ্ত্তনসভা ভঙ্গ হইল । বিপিন মানীকে খুজিয়া বাহির করিয়া বলিল-মানী, কীৰ্ত্তনের দল গাড়ী করে রাণাঘাট যাচ্চে, আমি ওই সঙ্গে চলে যাই। —তাই যাৰে ! ৰেশ যাও । যা কিন্তু বলে দিয়েচি, মনে থাকবে ? —নিশ্চয়। তুই যা বলবি, তাই করবো। —শাস্তির সঙ্গে আর মিশবে না, ও ছেলেমান্বষ —তার ওপর অজ পাড়াগায়ের মেয়ে । —মানী, সে কথা আমিও ভেবেছিলুম বহুদিন আগেই। তবে চালাবার লোক না পাওয়া গেলে আমাদের মত লোকে সব সময় ঠিক পথে চলে না। এবার থেকে সে ভূল আর হবে না। আমি ভাবছি, ধোপাখালিতে যদি ডাক্তারি করি তবে কেমন হয় ? —সত্যি ভেবেছ ৰিপিনদা ? খুব ভাল হয়। তুমি ওখানে নায়েব ছিলে, সবাই চেনে, বেশ চলবে । ওদিকে ছেড়ে দিয়ে এদিকে এসে । —তোর সঙ্গে আবার কবে দেখা হবে মানী ? মানী হাসিয়া বলিল-আর জন্মে। এ জন্মে যাদের ওপর যা কৰ্ত্তব্য আছে, করে যাই বিপিন । বিপিন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল- বেশ, ভুল হবে না ? মানী হাদিতে হাসিতে বলিল,—আবার স্কুল ? আমি নিৰ্ব্বোধ, এ অপবাদ অন্তত তুমি জামায় দিও না ৰিপিনদ্ধা। দাড়াও, প্রণামটা করি। তারপর মানী গলায় আচল মিয়া প্ৰণাম করিয়া উঠিা বলিল-আমার আর একটা কৰা রেখো। যেখানেই থাকে, বৌদিদিকে নিয়ে এসো সেখানে। অমন করে কষ্ট দিও না সতীলক্ষ্মী মেয়েকে। যদি সাপের কামড়ে মারাই যেতেন, সে কষ্ট জীবনে কখনো দূর হোত ভেবেছ ? বিপিন বিদায় লইয়া গরুর গাড়ীতে উঠিতে যাইবে, মানী পিছন হইতে ভাৰিল— শোন বিপিনদা ! —কি রে ? মানী কথা বলে না। বিপিন দেখিল, তাহার চোখ দিয়া জল পড়িতেছে। —মানী ! ছিঃ, লক্ষ্মীটি—জালি। মানী তখন কথা বলিল না । বিপিনও আধ-মিনিট চুপ করিয়া দাড়াইলা রছিল মানীর সামনে। তারপরে মানী চোখ মুছিয়া বলিল-আচ্ছ, এলো বিপিনা ! গরুর গাড়ী ছাড়িল । অনেকখানি রাস্তা-মেঠো নির্জন পখ, কৃষ্ণপক্ষের ভাদা টাঙ্গের জ্যোৎস্নায় মেটে পথের ধারের গ্রাম্য বঁাশবন, কচিৎ কোনো জামবাগান কিংবা বেগুন-পটলের ক্ষেত, আখের ক্ষেত, অস্পষ্ট ও অদ্ভুত দেখাইতেছে। বিপিনের মনে অন্ত কোনো জগতের অস্তিত্ব নাই—কোথায় সে চলিয়াছে—এই আনন্দ ও বিবাদের আলোছায়া-ঘেরা পৰে কত श्व-श्वाrखब अक्त उiब बांब cपन गौनारीन णकारीन-ग व्नांब क्विन नष ना चारह