পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী عيbلات التعا বিপিন বসিল । —একটা সিগারেটের বাক্স কিনে আমুন, আমি পয়সা দিচ্চি । —ন, তুমি কেন দেবে ? --আপনার পায়ে পড়ি—কটা আর পয়সা, দিই না কিনে ! সে এমন মিনতির স্বরে বলিল যে, বিপিন তাহার অনুরোধ ঠেলিতে পারিল না। সিগারেট টানিতে টানিতে বিপিন শাস্তির নানা প্রশ্নের জবাব দিতে লাগিল—এ লাইন কোথায় গিয়াছে, ও লাইন কোথায় গিয়াছে, সিগন্তালে লাল আলো সবুজ আলে কেন, কি করিয়া আলো বদলায় ইত্যাদি । আধঘণ্টা বসিবার পরে বিপিন বলিল—চল আমরা যাই—দেরি হয়ে গেল । —বস্কন না আর একটু—আচ্ছ, আপনাকে একটা কথা জিগ্যেস করি— —আমার জন্যে আপনার মন কেমন করে একটুও ? বিপিন বড় মুশকিলে পড়িল। এ কথার জবাব কি ধরণের দেওয়া যায় । শাস্তি আরও কয়েকবার এভাবের প্রশ্ন করিয়াছে ইতিপূৰ্ব্বে । সে ইতস্তত করিয়া বলিল—তা করে বই কি-বিদেশে থাকি, তোমার মত যত্ন— —ওসব বাজে কথা। ঠিক কথার জবাব দিন তো দিন—নইলে থাক । —এ কথা কেন শান্তি ? -एषांग्छ् द्मिङ्गंद्म । —করে বই কি । --ঠিক বলছেন ? --टैिक । শাস্তি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল-চলুন, যাই। রাত হয়ে যাচ্ছে। বাসায় ফিরিয়া আহারাদির পরে অনেক রাত্রে বিপিন শুইল । মাঝরাতে একবার কিসের শৰে তাহার ঘুম ভাঙিল—বাহিরের রোয়াকে কিসের শঙ্গ হইতেছে । বিপিন জানালা দিয়া বাহিরের দিকে চাহিয়া দেখিল, শাস্তি রোয়াকের পৈঠায় বঁশের আলনার খুটি হেলান দিয়া একা বসিয়া আছে ; এবং শুধু বসিয়া আছে নয়, বিপিনের মনে হইল, সে হাপুর্নয়নে কঁদিতেছে-কারণ রোয়াকের পৈঠা বিপিনের ঘরের জানালার ঠিক কোণাকুণি । বিপিন নিঃশব্দে জানালা হইতে সরিয়া গেল। শাস্তি কেন কাদে এত রাত্রে ? তাহাকে কি দোর খুলিয়া ডাকিয় শাস্ত করিবে ? তাহাতে শাস্তি লঙ্গ পাইবে হয়তো। যে লুকাইয়া কাদিতে চায়, তাহাকে প্রকাশের লঙ্গা দেওয়া কেন ? বিপিনের আর ঘুম হইল না। হয়তো তোরের দিকে একটু তজা আসিয়া থাকিবে, গোপালের ডাকে তাহার ঘুষ