পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΨθΨb8 वेिङ्कडि-बछनांबजौ দেখছি, চমৎকার দেখতে মেয়েটি। ধপধপে ফর্স রং, বড় বড় চোখ, ঠোঁটের ছুটি প্রাপ্ত উপরদিকে কেমন একটু ৰাকান, তাতে মুখশ্ৰী আরও কি স্বন্দর যে দেখাচ্ছে! আমন স্বলী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্য দিয়ে পাচ-ছ ক্রোশ রাস্তা গাড়ীভাড়া করে গেলেও বিপদ কাটল বলে মনে করবার কারণ নেই। এক চাপাডাঙ্গাতে কোথাও থাকা । কিন্তু পাড়াগায়ে অপরিচিত লোকদের, রিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল—তখন ওদের রাত্রে আশ্রয় দেবার মত উদারতা খুব কম মাছুষেরই হৰে । যুবকটিকে বললাম-চাপাডাঙাতে কোন লোকের বাড়ী আশ্রয় নেবেন রাত্রে-তার চেষ্টা দেখব । —না স্বার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারব না, তা হলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারও কাছে ও খাবে না পৰ্য্যন্ত। যে-কোনও তুচ্ছ ব্যাপারে ও ভীষণ খেপে উঠতে পারে—সে-ভরসা করি নে স্যার-ওর সে মূৰ্ত্তি দেখলে আমি ওর দাদা, আমি পৰ্য্যস্ত দস্তুরমত ভয় পাই– সে না-দেখাই ভাল। ও অন্ত মানুষ হয়ে যায় একেবারে— টাপাডাঙা স্টেশনে গাড়ী এসে দাড়াল। রাত্রির অন্ধকার এখনও ঘন হয়ে নামে নি, তবে কৃষ্ণাচতুর্দশীর রাত্রি, অল্পমান করা যায়, কি ধরণের হবে আর একটু পরে। চাপাডাঙা স্টেশনের কাছে লোকের বাড়ীম্বর বেশী নেই। খানকতক বিচুলি-ছাওয়া ঘর, অধিকাংশ পান-বিড়ি, মুড়িমুড়কি কিংবা মুদিখানার দোকান। একটা সাইকেল-সারানোর দোকান। একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর । একটা পুকুর, পুকুরের ওপারে দু-একখানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই দু-তিন-থানা ছইওয়ালা গরুর গাড়ী দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল, কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্য্যন্তই তারা যায়, নদীর পার হবার উপায় নেই গরুর গাড়ীর—তখন আমি আমার সঙ্গীটিকে বললুম-কি করবেন, নয়ত ইন্টিশানেই থাকবেন রাতে ? —ন স্তার, কাল অমাবস্তা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি আর একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি, ছাড়তে পারব না। আপনি না দেখলে কোথায় যাই বলুন ! আমি বড় বিপদে পড়ে গেলাম । ওদিকে মেসোমশায়ের অস্থখ, সেখানে পয়লা-কড়ি নিয়ে যত শীগগির হয় পৌছনো দরকার। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃতমস্তিষ্ক তরুণী ভগিনী। ছেড়েই বা এদের দিই কি করে এই অন্ধকার রাত্রে । তা হয় না। সঙ্গে যেতেই হবে, মেসোমশায়ের অদৃষ্টে या घट्रैरू ।